PM Narendra Modi: ভারতে বড় বিনিয়োগের পরিকল্পনা, মোদীর সঙ্গে বৈঠক ফক্সকনের চেয়ারম্যানের

Aug 15, 2024 | 12:37 PM

PM Narendra Modi: তাইওয়ানের এই কোম্পানি পৃথিবীর বৃহত্তম ইলেকট্রনিক যন্ত্র নির্মাতা। ফক্সকন বিশ্বের একাধিক বিখ্যাত ব্র্যান্ড যেমন, অ্যাপল ইনকর্পোরেটেড আইপড ও আইফোনের ইলেকট্রনিক সামগ্রী তৈরি করে। বুধবার ফক্সকনের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

PM Narendra Modi: ভারতে বড় বিনিয়োগের পরিকল্পনা, মোদীর সঙ্গে বৈঠক ফক্সকনের চেয়ারম্যানের
ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

নয়াদিল্লি: মেক ইন ইন্ডিয়া। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পরই এই কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশি কোম্পানিগুলিকে ভারতে কারখানা গড়ার আহ্বান জানান। কেন্দ্রের দাবি, গত দশ বছরে ভারতে বিদেশি কোম্পানিগুলির বিনিয়োগ বেড়েছে। এবার ভারতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে হন হাই টেকনোলজি গ্রুপ(ফক্সকন)। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউ। ভারতে বড় বিনিয়োগের পরিকল্পনার কথা জানালেন।

তাইওয়ানের এই কোম্পানি পৃথিবীর বৃহত্তম ইলেকট্রনিক যন্ত্র নির্মাতা। ফক্সকন বিশ্বের একাধিক বিখ্যাত ব্র্যান্ড যেমন, অ্যাপল ইনকর্পোরেটেড আইপড ও আইফোনের ইলেকট্রনিক সামগ্রী তৈরি করে। বুধবার ফক্সকনের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ভবিষ্যতে যে সেক্টরগুলিতে উজ্জ্বল ভূমিকা নেবে ভারত, সেখানে বিনিয়োগের নানা সুবিধার কথা তুলে ধরেন মোদী। দু’জনের বৈঠকে ভারতের একাধিক রাজ্যে বিনিয়োগের পরিকল্পনার কথা জানান ইয়ং লিউ।

ফক্সকনের চেয়ারম্যানের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “কর্নাটক, অন্ধ্র প্রদেশে ও তামিলনাড়ুর মতো রাজ্যে ফক্সকনের বিনিয়োগের পরিকল্পনা নিয়ে দারুণ আলোচনা হয়েছে।”

গত বছর জুলাইয়ে গুজরাটে সেমিকন ইন্ডিয়া কনক্লেভে এসেছিলেন ইয়ং লিউ। সেই সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল প্রধানমন্ত্রীর। ভারতে ৪০ হাজার মানুষকে কর্মসংস্থান দেওয়ার লক্ষ্য নিয়ে ফক্সকন। ৯ থেকে ১০ বিলিয়ন ডলার ভারতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাইওয়ানের এই কোম্পানির। চলতি বছরে প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্মশ্রী প্রাপকের তালিকায় ইয়ং লিউয়ের নাম ছিল। পদ্ম ভূষণ সম্মান পান তিনি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article