Narendra Modi: তেলঙ্গনা-অন্ধ্রে ভারী বর্ষণ, উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর ফোন দুই মুখ্যমন্ত্রীকে

Sep 01, 2024 | 11:41 PM

দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই ২৪ ঘণ্টা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। দফায় দফায় চলছে বৈঠক। উদ্ধারকাজেও সবরকম ব্যবস্থা করা হয়েছে। তেলঙ্গনার খাম্মাম জেলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। প্রায় ১১০টি গ্রাম কার্যত জলের তলায়। যানচলাচলও ব্যাহত হয়েছে। নিচু এলাকাগুলি জলের নিচে। সমস্ত সরকারি দফতরের আধিকারিক ও কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Narendra Modi: তেলঙ্গনা-অন্ধ্রে ভারী বর্ষণ, উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর ফোন দুই মুখ্যমন্ত্রীকে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Follow Us

নয়া দিল্লি: প্রবল বর্ষণে জলমগ্ন অন্ধ্র প্রদেশ ও তেলঙ্গনার বিস্তীর্ণ এলাকা। সেখানকার জনজীবন কার্যত বিপর্যস্ত। এই পরিস্থিতিতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

রবিবারও প্রবল বৃষ্টিতে ভাসছে অন্ধ্র প্রদেশ ও তেলঙ্গনা। গত কয়েকদিন ধরেই পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে। নদীগুলির জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। হায়দরাবাদ, বিজয়ওয়াড়ার মতো শহরের পরিস্থিতি খুবই খারাপ।

দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই ২৪ ঘণ্টা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। দফায় দফায় চলছে বৈঠক। উদ্ধারকাজেও সবরকম ব্যবস্থা করা হয়েছে। তেলঙ্গনার খাম্মাম জেলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। প্রায় ১১০টি গ্রাম কার্যত জলের তলায়। যানচলাচলও ব্যাহত হয়েছে। নিচু এলাকাগুলি জলের নিচে। সমস্ত সরকারি দফতরের আধিকারিক ও কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

২ সেপ্টেম্বর আগাম সতর্কতা হিসাবে প্রাথমিক ও সেকেন্ডারি স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। শিশুদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওয়া অফিসের যা পূর্বাভাস, আগামী কয়েকদিন লাল সতর্কতা রয়েছে এ রাজ্যের আদিলাবাদ, মহবুবনগর-সহ একাধিক জায়গায়।

অন্যদিকে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী শনিবার তাঁর সমস্ত কর্মসূচি বাতিল করেন রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য। দুই রাজ্যেই এনডিআরএফ, রাজ্য পুলিশ দিনরাত এক করে কাজ করছে। এই দুর্যোগের সময় পাশে থাকার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী।

Next Article