‘সনিয়াজী যা বলবেন, তাই-ই মানব’, জরুরি বৈঠকের পরই সিধুবিরোধী মুখ্যমন্ত্রীর গলায় নরম সুর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 07, 2021 | 8:47 AM

মঙ্গলবার কংগ্রেস নেত্রীর সঙ্গে দেখা করার জন্য বিশেষ কপ্টারে করে পঞ্জাব থেকে দিল্লিতে হাজির হন অমরিন্দর সিং।

সনিয়াজী যা বলবেন, তাই-ই মানব, জরুরি বৈঠকের পরই সিধুবিরোধী মুখ্যমন্ত্রীর গলায় নরম সুর
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: নির্বাচনের আগে কিছুতেই জট কাটছে না পঞ্জাবের নেতৃত্ব নিয়ে। প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে গত সপ্তাহে দেখা করার পরই এ বার কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। মঙ্গলবার তিনি দলীয় নেত্রীর সঙ্গে দেখা করার পর জানান, শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে, তাই-ই মেনে নেবেন তিনি।

মঙ্গলবার কংগ্রেস নেত্রীর সঙ্গে দেখা করার জন্য বিশেষ কপ্টারে করে পঞ্জাব থেকে দিল্লিতে হাজির হন অমরিন্দর সিং। গত সপ্তাহেই গান্ধী পরিবারের সঙ্গে পঞ্জাবে দলীয় কোন্দল নিয়ে বৈঠকের কথা থাকলেও শেষ পর্যন্ত বৈঠক না করেই ফিরে আসেন অমরিন্দর সিং। এরপরই গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত নভজ্যোত সিং সিধু প্রথমে প্রিয়ঙ্কা গান্ধী ও পরে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন।

এ দিন বৈঠক শেষে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, “কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে, তাই মেনে নেওয়া হবে”। নভজ্যোত সিংকে ক্যাবিনেট কমিটিতে জায়গা দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি সিধু সাহেবের বিষয়ে কিছু জানিনা। তবে যাই-ই সিদ্ধান্ত নেওয়া হবে, তা মেনে নেব।”

আগামী বছর পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগেই ফের একবার চরমে উঠেছে অমরিন্দর সিং-নভজ্যোত সিং সিধুর দ্বৈরথ। তাদের মধ্যে বিরোধ মেটাতে ইতিমধ্যেই কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী তিন সদস্যের একটি প্যানেল কমিটি তৈরি করেছেন। তারা পঞ্জাবের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখাও করেছেন।

আরও পড়ুন: টাকার লোভে পরিচারকের হাতেই খুন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী, উদ্ধার রক্তাক্ত দেহ

⇜ TV9 EXCLUSIVE: না পড়লেই নয় ⇝

 

Next Article