টাকার লোভে পরিচারকের হাতেই খুন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী, উদ্ধার রক্তাক্ত দেহ
Kitty Kumaramangalam Murder: দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে, খোঁজ চলছে আরও দুই ব্য়ক্তির।
দিল্লি: বাড়িতেই খুন হলেন প্রাক্তন কেন্দ্রী.মন্ত্রীর স্ত্রী। মঙ্গলবার রাতে দিল্লির বসন্ত বিহারের বাসভবনেই খুন হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলম(P Rangarajan Kumaramangalam)-র স্ত্রী কিটি কুমারমঙ্গলম (Kitty Kumaramangalam)। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে, খোঁজ চলছে আরও দুইজন ব্য়ক্তির।
Delhi | Kitty Kumaramangalam, wife of late former Union Minister P Rangarajan Kumaramangalam, was murdered at her residence in Vasant Vihar last night. One person detained & search is on for two other accused: DCP South-West
— ANI (@ANI) July 7, 2021
মঙ্গলবার রাতেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী তথা আইনজীবী কিটি কুমারমঙ্গলমের নিথর দেহ উদ্ধার করে দিল্লি পুলিশের দক্ষিণ শাখা। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, তাঁর বাড়ির পরিচারকই দুই সঙ্গীর মদতে তাঁকে খুন করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত রাজু লাখন(২৪) নামক ওই যুবককে আটক করেছে পুলিশ। খোঁজ চলছে তাঁর অপর দুই সঙ্গীর।
ডিসিপি ইনজিৎ প্রতাপ সিং জানান, গতকাল রাত ১১টা নাগাদ তাঁরা কিটি দেবীর পরিচারিকার ফোন পান। তিনি জানান, রাত নটা নাগাদ রাজু তাঁদের বাড়িতে হাজির হয়। দরজা খুলতেই তাঁর উপর চড়াও হয় এবং অন্য একটি ঘরে নিয়ে গিয়ে আটকে রাখে। রাজুর দুই সঙ্গী কিটি দেবীর খুন করে এবং গয়নাগাটি ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। এরপর বাড়ির পরিচারিকা মঞ্জু দেবী কোনওমতে নিজের হাত ছাড়িয়ে প্রতিবেশীদের থেকে সাহায্য চান এবং পুলিশে খবর দেন।
ফোন পেয়েই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সেখান থেকে প্রাক্তন মন্ত্রীর স্ত্রীর নিথর দেহ উদ্ধার হয়। আহত অবস্থায় মঞ্জু দেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই রাজুকে আটক করা হয়েছে এবং জেরা করে অপর দুই অভিযুক্তের খোঁজ করা হচ্ছে। কিটি দেবীর ছেলে বেঙ্গালুরুতে থাকেন, তাঁকেও খবর দেওয়া হয়েছে।