চণ্ডীগড়: রক্ষা কর্তাই জড়িয়ে পড়লেন চুরির দায়ে! রাস্তার পাশে গাড়িতে ডিম (Egg) রাখা ছিল। এমন সময় এক পুলিশ (Police)কনস্টেবল সেখান থেকে কয়েকটি ডিম পকেটে ঢুকিয়ে নেন। কিন্তু বিষয়টি ধরা পড়ে যায় মোবাইল ক্যামেরায়। অন্যদিকে ডিম চুরির ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনা করেন নেটাগরিকরা। নেটাগরিকদের মতে রক্ষক যদি চুরি করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়!
তারপরেই হইচই। জানা গিয়েছে, ওই কনস্টেবলের নাম প্রীতপাল সিং। ডিম ভর্তি গাড়ি দাঁড় করিয়ে রেখে সামান্য দূরে গিয়েছিলেন মালিক। সেই সময় ডিম চুরি করেন পঞ্জাব পুলিশের ওই কর্মী। চণ্ডীগড় থেকে ৪০ কিলোমিটার দূরে ফতেহগড় সাহিব পুলিশ স্টেশনের প্রধান কনস্টেবল তিনি। এই ঘটনার জন্য বেশ বিব্রত হতে হয় পঞ্জাব পুলিশকে।
পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে টুইট করা হয়। সেখানে বলা হয়েছে ফতেহগড় সাহিব পুলিশ স্টেশনের প্রধান কনস্টেবল প্রীতি সিং ইউনিফর্ম পরা অবস্থায় একটি গাড়ি থেকে ডিম চুরি করেন। ঘটনাটি ধরা পড়েছে একটি মোবাইলের ক্যামেরায়। পরে ভাইরাল হয় ছবি। তাকে আপাতত সাসপেন্ড করা হয়েছে। এই বিষয়ে আগামী দিনে তদন্ত করা হবে।