Rahul Gandhi: সংসদে নিয়ন্ত্রণ হারালেন রাহুল! তারপরেই দুম করে শব্দ…, ‘শৃঙ্খলা শেখালেন’ স্পিকার
Lok Sabha Monsoon Session: কেনই বা ট্রাম্পের থেকে সংঘর্ষবিরতির কথা শুনতে হবে? কেন শাসক শিবির ট্রাম্পের কথা উঠছে-বসছে? এই রকম নানা প্রশ্ন তুলতে দেখা যায় তাঁকে।

নয়াদিল্লি: সংসদে অসংসদীয় আচরণ, এই নিয়ে বছর কতক আগে সরব হয়েছিল নানা মহল। ভরা অধিবেশনে ক্ষমাও চাইতে দেখা গিয়েছিল অনেক রাজনীতিকদের। চলতি বছরে অধিবেশন চলাকালীন যেমনটা ক্ষমা চাইলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে তিনি হয়তো ততটাও অসংসদীয় আচরণ করেননি। তাই তো অধ্যক্ষকে খুব চড়া সুরে তাঁকে ‘শৃঙ্খলার পাঠ’ দিতেও দেখা যায়নি।
মঙ্গলবার অপারেশন সিঁদুর ইস্যুতে লোকসভায় অধিবেশন চলছে। ভাষণ দিচ্ছেন রাহুল গান্ধী। প্রায় আধ-এক ঘণ্টা বলেছিলেন তিনি। যার মধ্যে মিনিট দশেক রাহুলকে সুর চড়াতে দেখা গিয়েছিল ট্রাম্প ইস্যুতে। কেন অন্য রাষ্ট্রনেতা ভারত-পাকিস্তান বিষয়ে নাক গলাবে? কেনই বা ট্রাম্পের থেকে সংঘর্ষবিরতির কথা শুনতে হবে? কেন শাসক শিবির ট্রাম্পের কথা উঠছে-বসছে? এই রকম নানা প্রশ্ন তুলতে দেখা যায় তাঁকে।
আর হয়তো স্বাভাবিক নিয়মেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। গলা উঁচিয়ে বক্তৃতা দিতে দিতে হঠাৎই মুঠো হাতে টেবিল চাপড়াতে দেখা যায় তাঁকে। দুম করে একটা শব্দ শোনে অধিবেশনে উপস্থিত সাংসদরা। শুনতে পান স্পিকার। তাতেই চটে যান তিনি। লোকসভা অধ্যক্ষ ওম বিড়লাকে বলতে শোনা যায়, “এটা সংসদের সম্পত্তি, দয়া করে ভাঙবেন না।” বিড়লার সতর্ক বার্তায় যেন শাসক শিবির পায়ে বল পায়। হইহই করে চিৎকার করে ওঠে সবাই। তবে গোটা বিষয়টায় সেখানে ইতি টানেন রাহুল। সঙ্গে সঙ্গে বলে ওঠেন, “সরি স্যার, ভুল হয়ে গিয়েছে।” এরপরেই আবার নিজের ভাষণ শুরু করেন রাহুল।
Rahul Gandhi Schooled by Speaker for Constantly hitting the Parliament Property with Anger
Hilarious! Must Watchpic.twitter.com/lNeAipkqJw
— The Jaipur Dialogues (@JaipurDialogues) July 29, 2025
