স্কুলে গিয়ে ভোট প্রচার! অভিযোগ তুলে রাহুলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: sreejayee das

Mar 04, 2021 | 9:14 PM

কয়েকদিন আগেই রাহুলের (Rahul Gandhi) পুশ-আপের ভিডিয়ো ভাইরাল হয়। ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথনও চলে তাঁর।

স্কুলে গিয়ে ভোট প্রচার! অভিযোগ তুলে রাহুলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি
সম্প্রতি করোনায় মৃতদের পরিবারের জন্য নির্ধারিত সরকারি ক্ষতিপূরণের মূল্য নিয়েও মুখ খুলেছিলেন রাহুল গান্ধী। তিনি জানিয়েছিলে করোনায় মৃতদের পরিবারকে কমপক্ষে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া উচিৎ। কেন্দ্র মৃতদের পরিবার পিছু ৫০ টাকা ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তকে 'হাস্যকর' বলেও কটাক্ষ করেন রাহুল। ছবি: টুইটার

Follow Us

চেন্নাই: তামিলনাড়ুতে নির্বাচন আসন্ন। তার আগে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে উঠল নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ। ভোট প্রচারে যে পন্থা নিয়েছেন তিনি তা বিধিসম্মত নয় বলে দাবি বিজেপির (BJP)। সম্প্রতি একটি একটি স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন রাহুল। আদতে এই কথোপকথনের মাধ্যমে রাহুল ভোটের প্রচার করছিলেন বলে অভিযোগ বিজেপির।

এপ্রিলেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। গত সপ্তাহে সেই তামিলনাড়ুর একটি স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন রাহুল গান্ধী। আর সেই উদ্যোগের বিরোধিতা করছে বিজেপি। এই ঘটনাব রাহুল গান্ধীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য নির্বাচন কমিশনে চিঠিও লিখেছে রাজ্য বিজেপির প্রধান এল মুরুগান। তাঁর দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে ভোট প্রচার করে নির্বাচনী বিধি ভেঙেছেন রাহুল।

স্কুলে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘ভারতের এই মুহূর্তে আরও একটা স্বাধীনতা সংগ্রাম প্রয়োজন। দেশ জুড়ে ভয় আর ক্রোধ ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে আমাদের লড়াই করতে হবে। বিভেদ, ভয় আর ক্ষোভের সঙ্গে লড়াই করে ভারতকে সুখী, সাহসী, ঐক্যবদ্ধ ও আরামপ্রদ করে তুলতে হবে। রাহুলের এই বক্তব্যেই আপত্তি মুরুগানের। কয়েকদিন আগেই এই স্কুলে গিয়ে ছাত্রদের সঙ্গে রাহুল গান্ধীর পুশ-আপ করার একটি ভিডিয়ো ভাইরাল হয়।

কংগ্রেস এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।তবে এতে কোনও বিধিভঙ্গ হয়নি বলেই দাবি করেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। এক কংগ্রেস নেতার দাবি আসলে বিজেপি ভয় পেয়েছে তাই এই ধরনের কাজ করছে।

আগামী ৬ এপ্রিল তামিলনাযুর ২৩৪ টি আসে নির্বাচন। ফল প্রকাশ হবে ২ মে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে ভালো ফল হয়নি বিজেপির। এআইএডিএমকে-র সঙ্গে জোটে মাত্র একটি আসন পায় তারা। তামিলনাড়ুর দুই গুরুত্বপূর্ণ রাজনেতিক ব্যক্তিত্ব জয়ললিতা ও করুণানিধির মৃত্যুর পর এটাই প্রথম বিধানসভা নির্বাচন। তাই তামিলনাড়ুর এই নির্বাচনে বিশেষ নজর রয়েছে।

Next Article