Congress leader Rahul Gandhi: আরও চাপে রাহুল, মোদী পদবি মামলায় সশরীরে হাজিরা দিতে হবে রাঁচির আদালতে
Congress leader Rahul Gandhi: মোদী পদবি নিয়ে মন্তব্যে মানহানির মামলায় গুজরাটের সুরাটের একটি আদালতে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী। দুই বছরের জন্য জেলের সাজা ঘোষণা করা হয়।
ঝাড়খণ্ড: মোদী পদবি বিতর্ক মামলায় আরও চাপ বাড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। মোদী পদবি (Modi Surname) নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার জেরে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নামে সুরাটের (Surat) পাশাপাশি মানহানির মামলা (Defamation case) হয়েছিল বিহার (Bihar) ও ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচির আদালতে। এই মামলাগুলির শুনানিতে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল রাহুলের। তবে সশরীরে হাজিরা না দিতে চেয়ে আগেই আবেদন করেছিলেন রাহুল। সেই আবেদন গৃহীত হয়েছে বিহারের আদালতে। তবে ছাড় পাচ্ছেন না রাঁচির এমপি-এমএলএ আদালতে।
রাঁচিতে সশরীরে হাজিরা দিতেই হচ্ছে তাঁকে। প্রসঙ্গত, মোদী পদবি নিয়ে মন্তব্যে ফৌজদারি মানহানির মামলায় গুজরাটের সুরাটের একটি আদালতে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী। দুই বছরের জন্য জেলের সাজা ঘোষণা করা হয়। মানহানির মামলায় আদালতের তরফে রাহুল গান্ধীকে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। যদিও ওই কেসে জামিনও পেয়ে গিয়েছেন তিনি। তবে মামলা ঝুলছে বিহার, ঝাড়খণ্ডে। এবার তাতেই আরও অস্বস্তি বাড়ল রাহুলের।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। কর্নাটকের কোলারে একটি জনসভা চলাকালীন রাহুল গান্ধী বলেছিলেন, “সমস্ত চোরেদের নামেই কেন মোদী রয়েছে? সে নীরব মোদীই হোক, বা ললিত মোদী কিংবা নরেন্দ্র মোদী?” তাঁর এই মন্তব্যের রেশ ধরেই সুরাটের বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। তাঁর অভিযোগ ছিল, এই বিতর্কিত মন্তব্য করে গোটা মোদী সম্প্রদায়কেই অপমান করেছেন রাহুল।