AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways: কুতুব মিনারের থেকেও ৪২ মিটার বেশি উচ্চতায় ছুটবে ট্রেন, রেলের নয়া মাইলস্টোন

Railways: আশেপাশের অঞ্চলের অর্থনীতির ক্ষেত্রে এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। এটি পশ্চিম সিকিমের মানুষের জন্য লাইফলাইন হিসেবে বিবেচিত হবে।

Railways: কুতুব মিনারের থেকেও ৪২ মিটার বেশি উচ্চতায় ছুটবে ট্রেন, রেলের নয়া মাইলস্টোন
Follow Us:
| Updated on: May 17, 2025 | 12:36 AM

নয়া দিল্লি: উত্তর-পূর্বাঞ্চলে রেল যোগাযোগ নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি মিজোরামের রাজধানী আইজল পর্যন্ত একটি নতুন রেলপথ নির্মিত হয়েছে। আগামী মাসে এই ট্র্যাকটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। রেলওয়ের মুখপাত্র দিলীপ কুমার জানিয়েছেন, আইজল হবে উত্তর-পূর্বের চতুর্থ রাজ্য যেখানে গোটা রাজ্যে রেল যোগাযোগ ব্যবস্থা চালু হবে। দিল্লি থেকে সরাসরি ট্রেনে আইজল যাওয়া যায়।

এই ট্র্যাকের সবচেয়ে বড় বিশেষত্ব হল, এটি একটি নানারকমের পরিবেশের মধ্যে দিয়ে গিয়েছে। একাধিক জায়গায় সেতু এবং টানেলও নির্মাণ করা হয়েছে এই ট্র্যাকে।

ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত নতুন লাইনের ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে। সাইরাং থেকে আইজল পর্যন্ত রেলপথের ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পর এবার শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেনের চলাচল। এই ট্র্যাকটিকে ঐতিহাসিক সাফল্য বলেই মনে করছে রেল।

আগামী জুন মাসে রেলের নিরাপত্তা কমিশনার এটি পরিদর্শন করবেন। রেল প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে ৫১.৩৮ কিলোমিটার। এই ট্র্যাকের জন্য খরচ হচ্ছে ৫০২১.৪৫ কোটি টাকা। ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই।

এই পুরো প্রকল্পে রয়েছে ৪৮টি টানেল, ৫৫টি বড় সেতু, ৮৭টি ছোট ব্রিজ, ৫টি ওভারব্রিজ, ৬টি আন্ডারব্রিজ। এই ট্র্যাকের ১৯৬ নম্বর সেতুর উচ্চতা ১০৪ মিটার যা কুতুব মিনারের থেকে প্রায় ৪২ মিটার বেশি।

আশেপাশের অঞ্চলের অর্থনীতির ক্ষেত্রে এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। এটি পশ্চিম সিকিমের মানুষের জন্য লাইফলাইন হিসেবে বিবেচিত হবে।