Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway Loco Pilot: ট্রেন চালানোর সময় ডাবের জল কি খেতে পারেন লোকো পাইলটরা? সত্যিটা জানিয়ে দিলেন রেলমন্ত্রী

Railway Loco Pilot: বিপদ যাতে না ঘটে, তার জন্য লোকো পাইলটের (ট্রেন চালক) জন্য কিছু নিয়ম-কানুন নির্ধারণ করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি লোকো পাইলটদের কিছু নিয়ম সম্পর্কে সংসদে জানিয়েছেন।

Railway Loco Pilot: ট্রেন চালানোর সময় ডাবের জল কি খেতে পারেন লোকো পাইলটরা? সত্যিটা জানিয়ে দিলেন রেলমন্ত্রী
Follow Us:
| Updated on: Mar 22, 2025 | 8:22 PM

নয়া দিল্লি: প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাত্রার দায়িত্ব থাকে রেলের লোকো পাইলটদের কাঁধে। সামান্য ভুলে দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই সবসময় সতর্ক থাকার প্রয়োজন হয়। বিপদ যাতে না ঘটে, তার জন্য লোকো পাইলটের (ট্রেন চালক) জন্য কিছু নিয়ম-কানুন নির্ধারণ করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি লোকো পাইলটদের কিছু নিয়ম সম্পর্কে সংসদে জানিয়েছেন। শুক্রবার রেলমন্ত্রী রাজ্যসভায় জানিয়েছেন, লোকো পাইলটদের অ্যালকোহলমুক্ত পানীয় গ্রহণের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। একটি প্রশ্নের লিখিত উত্তর দিতে গিয়ে এ কথা জানিয়েছেন তিনি।

এমডিএমকে সাংসদ ভাইকো এবং ডিএমকে সদস্য এম শানমুগাম মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, ‘দক্ষিণ রেল কি কোনও সার্কুলার জারি করেছে, যেখানে ট্রেন চালকদের কাজের সময় সফট ড্রিংক, ফল, কাশির ওষুধ, ডাবের জল না খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? প্রবল গরমে যখন ইঞ্জিনের কেবিন খুব গরম হয়ে যায়, তখন এই সিদ্ধান্ত অনৈতিক এবং অমানবিক নয় কি? এমন প্রশ্ন করেন সাংসদরা।

এই প্রশ্নের উত্তরে অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘লোকো পাইলটদের অ্যালকোহলমুক্ত পানীয় গ্রহণের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।’ তিনি আরও বলেন, ‘কিছু নির্দিষ্ট পানীয় গ্রহণের ক্ষেত্রে দক্ষিণ রেল বিধিনিষেধ জারি করেছি, তবে তা ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে।’