Ashwini Vaishnav: ‘ধূল চেহরে পর থি, অর উও…’, ‘প্রাসাদ’ বিতর্কে কেজরীবালকে চরম কটাক্ষ রেলমন্ত্রীর

Ashwini Vaishnaw slams Arvind Kejriwal: নাম না করেই অরবিন্দ কেজরীবালকে চরম কটাক্ষ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সরকারি কোষাগার থেকে ৪৫ কোটি টাকা খরচ করে বাংলো সাজানোর অভিযোগ তুলেছে বিজেপি।

Ashwini Vaishnav: 'ধূল চেহরে পর থি, অর উও...', 'প্রাসাদ' বিতর্কে কেজরীবালকে চরম কটাক্ষ রেলমন্ত্রীর
কেজরীবালকে চরম কটাক্ষ রেলমন্ত্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2023 | 8:45 PM

নয়া দিল্লি: দুর্নীতির ইস্যুতে ইতিমধ্যেই বিভিন্ন দিক থেকে বিদ্ধ আম আদমি পার্টি। দিল্লির নয়া মদ নীতি প্রয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন আপ নেতা মনীষ সিসোদিয়া। তার আগে জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আরেক নেতা সত্যেন্দ্র জৈন। এই অবস্থায় নিশানায় এখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বাংলো। সরকারি তহবিল থেকে ৪৫ কোটি টাকা খরচ করে তিনি তাঁর সরকারি বাংলো সংস্কার করিয়েছেন বলে অভিযোগ বিজেপির। এবার এই বিষয়ে কেজরীবালকে চরম কটাক্ষ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।

বুধবার এক টুইট বার্তায় রেলমন্ত্রী বলেছেন, ‘ধূল চেহরে পর থি, উও আয়না সাফ করনে কা নাটক করতে রহে’, অর্থাৎ, তাঁর মুখে ধুলো লেগেছিল এবং তিনি আয়না পরিষ্কার করার ভান করে চলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী তাঁর টুইটে কোথাও কারও নাম উল্লেখ করেননি। তবে, তাঁর টুইটে তিনি হ্যাশট্যাগ অপারেশন শীশ মহল ব্যবহার করেছেন। কেজরীবালের বাংলো সাজানো নিয়ে দুর্নীতির অভিযোগে বিজেপি নেতারা এই হ্যাশট্যাগই ব্যবহার করছেন।

বিজেপির অভিযোগ, কেজরীবাল তার সরকারি বাসভবনের সৌন্দর্যায়নে প্রায় ৪৫ কোটি টাকা খরচ করেছেন। এটাই কেজরীবালের আসল মুখ বলে উল্লেখ করে দিল্রির মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিজেপি। বিজেপি নেতা তথা মুখপাত্র সম্বিত পাত্রের দাবি, দেশ যখন করোনা মহামারির মোকাবিলা করছে, তখন কেজরীবাল তাঁর বাংলোকে প্রাসাদে পরিণত করতে ব্যস্ত ছিলেন। সম্বিত পাত্রের দাবি, বাংলোর সাজসজ্জার জন্য অরবিন্দ কেজরীবাল সরকারি কোষাগার থেকে মোট পাঁচবার টাকা দিয়েছেন। বিজেপি দাবি অনুযায়ী, ২০২০ সালের ১ সেপ্টেম্বর প্রথমবার এই বাবদ অর্থ বরাদ্দ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। প্রথমবারে ৭.৯১ কোটি টাকা অনুমোদন করা হয়েছিল। এরপর, ২০২১ সালে মোট তিনবারে ১৫ কোটি টাকারও বেশি পরিমাণ অনুমোদন করা হয়েছিল। ২০২২ সালের ২৯ জুন, ফের ৯.৩৪ কোটি টাকার বরাদ্দ করা হয়েছিল।

বুধবার সম্বিত পাত্র আরও বলেছেন, অরবিন্দ কেজরীবাল রং করা বাড়ি পছন্দ করেন না। সেই জন্য তিনি তাঁর বাংলোয় প্রি-ফেব্রিকেটেড দেওয়াল বসিয়েছেন। এই বাবদই খরচ হয়েছে প্রায় ৪.৩৭ কোটি টাকা। একই সঙ্গে ভিয়েতনাম থেকে দেড় কোটি টাকার বেশি মূল্যের মার্বেল পাথর এনে বসানো হয়েছে বাড়িতে।