ব্ল্যাক ফাঙ্গাস ‘মহামারি’, ঘোষণা রাজস্থান সরকারের

ঋদ্ধীশ দত্ত |

May 19, 2021 | 7:48 PM

একে 'মহামারি' হিসেবে ঘোষণা করে রাজস্থান সরকার। ২০২০ সালে তৈরি রাজস্থান মহামারি আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্ল্যাক ফাঙ্গাস মহামারি, ঘোষণা রাজস্থান সরকারের
ছবি- টুইটার

Follow Us

জয়পুর: করোনার অতিমারির দ্বিতীয় ঢেউয়ের মাঝে আরও বড় ভয় নিয়ে হাজির হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। প্রতিদিনই এই কৃষ্ণ ছত্রাকের নতুন আক্রান্তদের কথা শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে উৎকণ্ঠা বাড়িয়ে নতুনভাবে একে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করেছে রাজস্থান সরকার। বর্তমানে রাজধানী শহর জয়পুরের সওয়াই মান সিং হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১০০ রোগী। এমনকি দেশের রাজধানী দিল্লিতেও বেশ কিছু নতুন কেস ধরা পড়েছে। এরপরই তড়িঘড়ি এক সিদ্ধান্ত নিয়ে একে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করে রাজস্থান সরকার। ২০২০ সালে তৈরি রাজস্থান মহামারি আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রের খবর, দিল্লিতে এ দিন নতুন করে মিউকরমাইক্রোসিসে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এদের মধ্যে ৪০ জনকে স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৬ জন ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছেন। মূলত কোনও রোগী করোনা থেকে সেরে ওঠার পরই এই ছত্রাকের সংক্রমণ হতে দেখা যাচ্ছে তাঁদের দেহে। এই অবস্থায় বুধবার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকের পরই এই নতুন রোগকে মহামারি হিসেবে আখ্যা দেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা। একই সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহার হওয়া ২,৫০০ প্রতিষেধক কেনারও নির্দেশ দিয়েছেন তিনি। করোনার তুলনায় এই রোগে মৃত্যুর হার অনেকটাই বেশি, তাই কোনও গাফিলতি চাইছে না রাজ্য সরকার।

আরও পড়ুন: নিজাম প্যালেসের বাইরে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, গ্রেফতার ৩

শুধু দিল্লি বা রাজস্থান নয়, মহারাষ্ট্রের একাধিক এলাকাতেও কৃষ্ণ ছত্রাকের নতুন সংক্রমণ ধরা পড়ছে। করোনা থেকে সেরে ওঠার পর যেসব রোগীদের সুগারের সমস্যা থাকছে, এমন যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাঁরাই বেশিরভাগ ক্ষেত্রে সংক্রমিত হচ্ছেন এই ভাইরাসে। চিকিৎসকদের একটি বড় অংশের মতে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে হাসপাতালগুলি যে অবস্থায় রয়েছে, সেখানে সাইনিটাইজেশনের কাজ সঠিকভাবে না হওয়ার কারণেই এই ছত্রাকের সংক্রমণ বাড়ছে। যদিও এই সংক্রমণ নিয়েও পুরোপুরি স্বচ্ছ ধারণা চিকিৎসক মহলে নেই। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে রাজস্থান সরকারের এই ঘোষণা যে উদ্বেগ বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর ধর্ণায় বসা কোনও ট্রেন্ড হতে পারে না’, আদালতে সওয়াল-জবাবের পরও জেল হেফাজতেই রইলেন ধৃতরা

Next Article