নয়া দিল্লি: কোভিড (COVID-19) প্রাণ কাড়ল প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ এসকে ভান্ডারির। গত দু’ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবারই তাঁর মৃত্যুর খবর জানানো হয়। স্বনামধন্য এই চিকিৎসকের হাতেই জন্ম হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধীর।
দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডিএস রানা জানান, সপ্তাহ দু’য়েক আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এসকে ভান্ডারি। সে সময় কোভিড পরীক্ষা করা হলে সে রিপোর্টও পজিটিভ আসে। এরপর ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
Dr. S.K. Bhandari, Emeritus Consultant, Sir Ganga Ram Hospital, who delivered my brother, me, my son and my daughter passed away today. Even in her late seventies, she would drive early morning to the hospital herself. A leader to the end, she upheld every noble trait of… 1/2
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 13, 2021
humanity. A woman I will always respect and admire, a friend I will always miss 2/2
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 13, 2021
ইতিমধ্যেই কোভিড ভ্যাকসিনের দু’টো ডোজ়ই নেওয়া হয়ে গিয়েছিল এসকে ভান্ডারির। তাঁর স্বামী ৯৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত আইএএস কর্তাও কোভিড পজিটিভ হয়ে আইসিইউয়ে চিকিৎসাধীন। স্ত্রীর মৃত্যুসংবাদ জানানো হয়নি তাঁকে।
এসকে ভান্ডারির মৃত্যুসংবাদে টুইটারে শোক প্রকাশ করেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি লেখেন, ‘চিকিৎসক এসকে ভান্ডারির হাতেই আমার, আমার ভাই, আমার ছেলে-মেয়ের জন্ম। উনি চলে গেলেন। ইনি সেই মহিলা যাঁর প্রতি আজীবন আমার সম্মান, শ্রদ্ধা অটুট থাকবে।’