Delhi Blast: ‘গাড়ি তখন জ্যামে দাঁড়িয়ে, আস্তে-আস্তে এগোচ্ছে, হঠাৎ’, রিক্সাচালক ইয়াসিন বললেন সেই অভিজ্ঞতার কথা
Red Fort: আজ অর্থাৎ সোমবার সন্ধে নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং লটে দুটি গাড়ি দাঁড়িয়েছিল। আচমকা সেগুলিতেই বিস্ফোরণ ঘটে। স্টেশনের ১ নম্বর গেটে আগুন ধরে গিয়েছে। এ দিকে আজ সকালেই হরিয়ানায়-সহ দেশের একাধিক জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। দেশ জুড়ে যে একটা নাশকতার ছক কষা হচ্ছিল, তা গত কয়েকদিনেই অনুমান করেছিলেন গোয়েন্দারা। আর এবার ভর সন্ধ্যায় খাস দিল্লিতেই বিস্ফোরণ।

আজ অর্থাৎ সোমবার সন্ধে নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং লটে দুটি গাড়ি দাঁড়িয়েছিল। আচমকা সেগুলিতেই বিস্ফোরণ ঘটে। স্টেশনের ১ নম্বর গেটে আগুন ধরে গিয়েছে। এ দিকে আজ সকালেই হরিয়ানায়-সহ দেশের একাধিক জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। দেশ জুড়ে যে একটা নাশকতার ছক কষা হচ্ছিল, তা গত কয়েকদিনেই অনুমান করেছিলেন গোয়েন্দারা। আর এবার ভর সন্ধ্যায় খাস দিল্লিতেই বিস্ফোরণ।
আজ ইয়াসিন নামে এক রিক্সাচালক ওই গাড়ির দুটিরই প্রায় পিছনে ছিলেন। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় তাঁর রিক্সাতে যাত্রী ছিলেন। ইয়াসিন জানান, রাস্তায় জ্যাম থাকার কারণে গাড়ি আস্তে আস্তে যাচ্ছিল। আচমকাই বিস্ফোরণ ঘটে। ভয়ে জ্ঞান হারান ইয়াসিন। তিনি আজ টিভি ৯ বলেন, ” আজ রাস্তায় জ্যাম ছিল। আস্তে ধীরে যাচ্ছিলাম আমি। আমার ব্যাটারি রিক্সা ছিল। পুরো জ্বলে গেল। একসঙ্গে বিস্ফোরণ হয়েছে। আমি ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার রিক্সায় তিনজন। তারপর পুলিশ আসে। ওরা উদ্ধার করে আমায়। আমার পায়ে হাতে চোট লেগেছে।”
এ দিকে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছচ্ছে NSG র বিশেষ তদন্তকারী টিম। যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
