Rural Income Rises: আগের তুলনায় হুহু করে বেড়েছে আয়, বদলাচ্ছে গ্রামের চিরাচরিত ছবি
Rural Income Rises: পাশাপাশি, ২০ শতাংশ পরিবার জানিয়েছে, তাদের অর্থ সঞ্চয়ের পরিমাণও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। যাদের মধ্য়ে ১১ শতাংশ আবার ঋণ পরিশোধ সময় মতো করতে পারছেন বলেও জানিয়েছে।

নয়াদিল্লি: গ্রাম গঞ্জে বেড়েছে আয়, বলছে দেশের শীর্ষ উন্নয়ন ব্যাঙ্ক নাবার্ড। বৃহস্পতিবার একটি রিপোর্ট প্রকাশ করে তারা জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসের একটি পরিসংখ্যান অনুযায়ী দেশের প্রত্যন্ত এলাকায় গার্হস্থ্য আয় বেড়েছিল ৩৭ শতাংশ। চলতি বছরে তা পৌঁছে গেল ৩৯ শতাংশে।
সাধারণ ভাবে প্রত্যন্ত এলাকার পরিবারগুলির আর্থিক অবস্থার সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট প্রকাশ করে থাকে নাবার্ড। সেই সমীক্ষাতেই দেশের ৭৬ শতাংশ প্রত্যন্ত এলাকার পরিবারগুলি জানিয়েছে, তাদের ক্রয়ক্ষমতা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। উল্টোদিকে ৩.২ শতাংশ পরিবার জানিয়েছে সেই ক্ষমতা তাদের আগের তুলনায় কমে গিয়েছে। পাশাপাশি, ২০ শতাংশ পরিবার জানিয়েছে, তাদের অর্থ সঞ্চয়ের পরিমাণও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। যাদের মধ্য়ে ১১ শতাংশ আবার ঋণ পরিশোধ সময় মতো করতে পারছেন বলেও জানিয়েছে।
তবে এই বৃদ্ধি কি হঠাৎ করেই? নাবার্ড প্রকাশিত সমীক্ষা বলছে, একদমই নয়। এতে অনেকটাই হাত রয়েছে সরকারি প্রকল্পগুলির। বিশেষ করে সরকার প্রদত্ত মৌলিক অধিকারগুলিরই গ্রামীণ পরিবারগুলির আয় ও সঞ্চয় ১০ শতাংশ বৃদ্ধিতে সাহায্য করেছে। এমনকি, এই প্রসঙ্গে তাদের মধ্য়ে সচেতনতাও তৈরি করেছে। সমীক্ষার সময় এই পরিবারগুলিকেই জিজ্ঞাসা করা হয়েছিল কোন খাতে উন্নয়ন তাদের সবচেয়ে বেশি নজরে এসেছে। তার ভিত্তিতে ৪৬ শতাংশ পরিবার জানান সড়ক নির্মাণ। ১১ শতাংশ পরিবার জানান শিক্ষা। ১০ শতাংশ পরিবার জানান পানীয়। ৯ শতাংশ পরিবার জানান, বৈদ্যুতিন পরিষেবা ও ৮ শতাংশ পরিবার জানান স্বাস্থ্য।

