Sadguru on RG Kar: আরজি করের ঘটনায় এবার মুখ খুললেন সদগুরু, জানালেন বিশেষ দাবি

Aug 17, 2024 | 11:44 AM

Sadguru on RG Kar: এক্স মাধ্যমে সদগুরু লিখেছেন, যা ঘটছে তা যেন দেশের জন্য এক নিষ্ঠুর উপহাস। রাজ্যের সংস্থার বাইরে জাতীয় স্তরে একটি এজেন্সি তৈরি হওয়া প্রয়োজন, যারা মহিলাদের ওপর হওয়া অত্যাচারের বিচার করবে।

Sadguru on RG Kar: আরজি করের ঘটনায় এবার মুখ খুললেন সদগুরু, জানালেন বিশেষ দাবি
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার উঠছে প্রশ্ন। আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর আবারও দেশ জুড়ে সেই একই ইস্যুতে সরব হয়েছেন সব মহলের মানুষ। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন সদগুরু। নারী নিরাপত্তার জন্য একটি জাতীয় স্তরের এজেন্সি চালু করার দাবি জানিয়েছেন তিনি।

আরজি করের ঘটনা প্রসঙ্গ সদগুরু বলেন, “কোনও সুস্থ মানুষের পক্ষে এমন ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়। এখনও পদক্ষেপ করা দরকার।” তিনি মনে করেন, একটি নির্দিষ্ট এজেন্সি থাকা প্রয়োজন, যারা শুধুমাত্র মহিলাদের নিরাপত্তার বিষয়টি দেখবে। গোটা দেশ জুড়ে যখন প্রতিবাদের সুর জোরাল হচ্ছে, তখন সদগুরুর দাবি, আরও কড়া পদক্ষেপ করা প্রয়োজন।

এক্স মাধ্যমে সদগুরু লিখেছেন, যা ঘটছে তা যেন দেশের জন্য এক নিষ্ঠুর উপহাস। রাজ্যের সংস্থার বাইরে জাতীয় স্তরে একটি এজেন্সি তৈরি হওয়া প্রয়োজন, যারা মহিলাদের ওপর হওয়া অত্যাচারের বিচার করবে। তিনি মনে করেন, এই ঘটনার পর সিস্টেমে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। দেশ জুড়ে মহিলাদের ওপর প্রতিনিয়ত যে অত্যাচারের ঘটনা ঘটে চলেছে, তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করেন সদগুরু।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article