Akhilesh Yadav: কলকাতায় আসছেন সপা প্রধান, নজরে মমতা-অখিলেশ বৈঠক

Sudeshna Ghoshal | Edited By: অঙ্কিতা পাল

Mar 13, 2023 | 11:38 AM

Akhilesh Yadav: আগামী ১৭ মার্চ কলকাতায় আসছেন সপা প্রধান অখিলেশ যাদব। সেদিনই মমতার সঙ্গে বৈঠক করার কথা তাঁর।

Akhilesh Yadav: কলকাতায় আসছেন সপা প্রধান, নজরে মমতা-অখিলেশ বৈঠক
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি ও কলকাতা: কলকাতায় আসছেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। আগামী ১৭-১৯ মার্চ, তিন দিন কলকাতায় সপা’র জাতীয় কার্যনির্বাহী বৈঠক রয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে যোগ দিতেই তিলোত্তমায় পা রাখছেন অখিলেশ। মৌলালি যুব কেন্দ্রে অনুষ্ঠিত সেই সম্মেলনে বক্তব্যও রাখবেন অখিলেশ যাদব সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর,এই সফরকালে ১৭ মার্চ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন অখিলেশ যাদব। তাঁর সঙ্গে থাকবেন সপা নেতা কিরন্ময় নন্দও। এই বৈঠকের দিকে অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহলের। ২৪-র লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক থেকে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ উঠে আসে কি না তাও দেখার। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট,
আগামী বছরের লোকসভা নির্বাচনে বিরোধী জোট, যাবতীয় সবকিছু নিয়েই আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, ২৪-র লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই জাতীয় স্তরে এই বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। এদিকে সম্প্রতি সপা প্রধান অখিলেশ যাদব ইঙ্গিত দিয়েছেন, এই লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০ টি লোকসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবে সপা। বাদ দেওয়া হবে না আমেঠি ও রায় বরেলি। এদিকে কলকাতা সফরকে কেন্দ্র করে মমতা-অখিলেশ বৈঠকও থাকবে নজরে।

Next Article