AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ‘হিন্ডেনবার্গ রিপোর্টে নষ্ট হয়েছে দেশের ভাবমূর্তি’, আগামিকাল আবেদনকারীর মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Hindenburg Research Report on Adani Group: আইনজীবী তিওয়ারি যে জনস্বার্থ মামলা দায়ের করেছেন, তাতে তিনি আর্জি জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি সাংবিধানিক কমিটি গড়তে। যে কমিটি হিন্ডেনবার্গ রিসার্ট রিপোর্টের বিষয়বস্তু খতিয়ে দেখবে এবং তদন্ত করবে।

Supreme Court: 'হিন্ডেনবার্গ রিপোর্টে নষ্ট হয়েছে দেশের ভাবমূর্তি', আগামিকাল আবেদনকারীর মামলা শুনবে সুপ্রিম কোর্ট
হিন্ডেনবার্গের আদানি রিপোর্ট নিয়ে তদন্তের জন্য মামলা সুপ্রিম কোর্টে
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 1:12 PM
Share

নয়াদিল্লি: আদানি গোষ্ঠী বিভিন্ন সংস্থার উপর হিন্ডেনবার্গের রিপোর্টে সামনে আসতেই হইচই পড়েছে ভারত-,সহ বিশ্ববাণিজ্যে। এই বিষয়টি নিয়ে আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবি করাবি হয়েছে একটি জনস্বার্থ মামলায়। সেই মামলার আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী দেশের শীর্ষ আদালতে এই জনস্বার্থ মামলা করেছেন। আগামীকাল সেই মামলা শুনতে রাজি হল আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জেবি পার্দিওয়ালার ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। ১০ ফেব্রয়ারি সেই আর্জির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী বিশাল তিওয়ারি। এ ব্যাপারে তিনি বলেছেন, “এই ধরনের পিটিশন কাল আসবে। হিন্ডেনবার্গ রিসার্চের এই প্রতিবেদনের জেরে দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। ক্ষতিও হয়েছে। অন্য বিষয়গুলির মতো এই বিষয়টিও আগামী কাল শোনা হবে।”

আইনজীবী তিওয়ারি যে জনস্বার্থ মামলা দায়ের করেছেন, তাতে তিনি আর্জি জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি সাংবিধানিক কমিটি গড়তে। যে কমিটি হিন্ডেনবার্গ রিসার্ট রিপোর্টের বিষয়বস্তু খতিয়ে দেখবে এবং তদন্ত করবে। এই আর্জি শুনে প্রধান বিচারপতি তা শোনার জন্য সম্মত হয়েছেন। আগামীকাল এ সংক্রান্ত অন্য বিষয়ের শুনানির পাশাপাশি এই আর্জির শুনানি হবে।

আইনজীবী তিওয়ারি যে জনস্বার্থ মামলা করেছেন, তাতে তিনি বিচারপতির পর্যবেক্ষণে তদন্তের পাশাপাশি বড় কর্পোরেট সংস্থাকে ঋণ দেওয়ার বিষয়ে নজর রাখার জন্য একটি কমিটি গঠনের আর্জিও জানিয়েছেন। বড় কর্পোরেট সংস্থা যখন কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০০ কোটি বা তার বেশি অঙ্কের ঋণ দেবে, তখন সেই প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য ওই বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিতে আর্জি জানিয়েছেন দেশের শীর্ষ আদালতের কাছে।

এর আগের সপ্তাহেই আইনজীবী এমএল শর্মা দেশের শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা করেছিলেন। সেই মামলায় শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গ রিসার্টের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছিল। তাঁর অভিযোগ ছিল, ওই মার্কিন সংস্থা আদানি গ্রুপ-সহ বিভিন্ন লগ্নিকারীদের অনৈতিক ভাবে শোষণ করছে।