নয়া দিল্লি: দেখাই হয়নি শুভেন্দু অধিকারীর সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃণমূল চিঠি দেওয়ার পরই বৃহস্পতিবার দিল্লির বৈঠকের বিষয়ে অস্বীকার করলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। একই ভাবে, সাক্ষাতের বিষয়ে অস্বীকার করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। যদিও শুভেন্দু যে দিল্লিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন, সেটা স্বীকার করেছেন মেহতা। পাশাপাশি শুক্রবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামের বিধায়ক জানান, নারদ মামলার আইনজীবীর সঙ্গে তাঁর দেখা হয়নি। অন্যদিকে সলিসিটর জেনারেলের সূত্র মারফৎ জানা গিয়েছে, শুভেন্দু তাঁর বাড়িতে গেলেও দু’জনের কোনও বৈঠক হয়নি।
লক্ষ্মীবারে রাজধানী দিল্লিতে একের পর এক সাক্ষাৎ করেন শুভেন্দু। প্রথম দেখাটা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এরপর দিল্লির ১০ আকবর রোডে সলিসিটর জেনারেল তুষার মেহতার বাড়িতেও যান শুভেন্দু। শেষে দেখা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে।
যে সময় কলকাতা হাইকোর্টের লার্জার বেঞ্চে নারদ মামলার শুনানি চলছে, সেই সময় সিবিআই-এর আইনজীবীর সঙ্গে কেন দেখা করছেন বিজেপি নেতা? এই নিয়ে গতকালই শুভেন্দুকে গ্রেফতারির দাবি তোলা হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শুক্রবার সকালেই প্রসঙ্গটি টেনে সলিসিটর জেনারেলকে অপসারণের দাবি তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় তৃণমূল। এরপরই যাবতীয় ঘটনাপ্রবাহ অন্যদিকে মোড় নেয়।
আরও পড়ুন: শুরুতেই স্লোগান উঠল ‘ভারত মাতা কি জয়’, ভাষণ শেষ না করেই বিধানসভা ছাড়লেন রাজ্যপাল
বিধানসভা ভবনে বসে শুভেন্দু এ দিন দাবি করেন, তাঁর সঙ্গে সলিসিটর জেনারেলের দেখা হয়নি। সূত্রের খবর, সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁর পূর্ব নির্ধারিত কিছু বৈঠক ছিল। ‘না জানিয়েই’ শুভেন্দু তুষার মেহতার বাড়ি পৌঁছে গিয়েছিলেন। শুভেন্দু তাঁর বাড়ি পৌঁছে অপেক্ষা করতে থাকেন। তখন চেম্বারে ব্যস্ত ছিলেন সলিসিটর জেনারেল। এরপর চা পান করেন, এবং তারপর বেরিয়ে যান শুভেন্দু। TV9 বাংলাকে এমনটা জানিয়েছেন তুষার মেহতা ঘনিষ্ঠ সূত্র। যদিও বৃহস্পতিবার যখন দিল্লিতে শুভেন্দুকে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল, তখন কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।
আরও পড়ুন: ‘অবিলম্বে সরানো হোক তুষার মেহতাকে’, শুভেন্দুর সাক্ষাতের পরই প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূলের