Uttar Pradesh News: স্কুটির দাম ১ লক্ষ টাকা, চালিয়ে জরিমানা ২০ লক্ষ টাকা, ক্ষমা চাইল পুলিশ
Scooter Penalty Creates Buzz Online: বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কোনও কাগজ না থাকার দরুন আনমোলের স্কুটার বাজেয়াপ্ত করে নেয় পুলিশ। পরিবর্তে তাঁর হাতে তুলে দেয় চালান বা জরিমানার কাগজ। কিন্তু সেই কাগজে চোখ বোলাতেই চক্ষু চড়কগাছ। আনমোলের কথা, 'আমি হেলমেট পড়তে ভুলে গিয়েছিলাম, তার দরুন এত বড় চালান?' পুলিশের দেওয়া কাগজে দেখা যায়, ২০ লক্ষ ৭৪ হাজার টাকার জরিমানা করা হয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে সেই চালানের কাগজের ছবি সমাজমাধ্য়মে পোস্ট করেন আনমোল।

মুজাফ্ফরনগর: স্কুটারের দাম খুব জোর হলে এক লক্ষ টাকা। কিন্তু সেটি চালিয়ে জরিমানা হল ২০ লক্ষ টাকা। এও সম্ভব? পুলিশের চালান দেখে হতভম্ব খোদ চালক। মাথায় হাত পড়েছে তাঁর। এই জরিমানা মেটানো সম্ভব? প্রশ্ন তুলেছেন তিনি। আর সেই চালানের কাগজই এখন ‘ভাইরাল-খিদে’ মিটিয়েছে নেটিজেনদের। কিন্তু কেন এমনটা হল?
ঘটনা উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর জেলার। মঙ্গলবার নিউ মান্ডি এলাকায় হেলমেট না পড়ার অভিযোগে আনমোল সিঙ্ঘল নামে এক ব্যক্তিকে চেক পোস্টে আটকায় পুলিশ। এরপরই তাঁর কাছে লাইসেন্স দেখতে চান কর্তব্যরত ট্র্যাফিক গার্ডরা। কিন্তু সেই সময় কোনও কাগজই ছিল না তাঁর কাছে। অতঃপর মহা ফাঁপড়ে পড়েন তিনি।
বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কোনও কাগজ না থাকার দরুন আনমোলের স্কুটার বাজেয়াপ্ত করে নেয় পুলিশ। পরিবর্তে তাঁর হাতে তুলে দেয় চালান বা জরিমানার কাগজ। কিন্তু সেই কাগজে চোখ বোলাতেই চক্ষু চড়কগাছ। আনমোলের কথা, ‘আমি হেলমেট পড়তে ভুলে গিয়েছিলাম, তার দরুন এত বড় চালান?’ পুলিশের দেওয়া কাগজে দেখা যায়, ২০ লক্ষ ৭৪ হাজার টাকার জরিমানা করা হয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে সেই চালানের কাগজের ছবি সমাজমাধ্য়মে পোস্ট করেন আনমোল। যা কিছু ক্ষণের মধ্য়েই হয়ে যায় ভাইরাল। উত্তর প্রদেশ পুলিশকে উদ্দেশ্য করে নানা কথা বলতে শুরু করেন নেটিজেনরা। তখনই সেই চালানের কাগজ নজরে আসে পুলিশের। ক্ষমা চান তাঁরা।
এদিন মুজাফ্ফরনগরের পুলিশ সুপার অতুল চৌবে বলেন, ‘যে কর্তব্যরত পুলিশ কর্মী ওনাকে চালানটা দিয়েছেন, তাঁর দিক থেকেই কোনও একটা গন্ডগোল হয়ে গিয়েছে। উনি হয়তো এটা ইচ্ছা করে করেননি। কিন্তু সামান্য ভুলের কারণে ৪ হাজার টাকার জরিমানাটা ২০ লক্ষ টাকার জরিমানায় রূপান্তর হয়ে গিয়েছে। এই ভুল ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে।’
