Security forces: জঙ্গলে পড়ে ২ ভিডিজি-র চোখ বাঁধা দেহ, ছবি দেখেই তৎপর নিরাপত্তা বাহিনী

Nov 09, 2024 | 8:15 AM

Security forces: জইশ-ই-মহম্মদের শাখা সংগঠন কাশ্মীর টাইগার্স দাবি করে, ভিডিজি-তে যোগ দেওয়ায় ওই দুই গ্রামবাসীকে শাস্তি দিয়েছে তারা। অন্য কেউ যাতে আর ভিডিজিতে যোগ না দেয়, সেই হুঁশিয়ারিও দিয়েছে। শুধু বিবৃতি নয়, দুই ভিডিজির ছবিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, চোখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন দুই ভিডিজি।

Security forces: জঙ্গলে পড়ে ২ ভিডিজি-র চোখ বাঁধা দেহ, ছবি দেখেই তৎপর নিরাপত্তা বাহিনী
ফাইল ফোটো

Follow Us

জম্মু: নিখোঁজ ছিলেন দুই ভিলেজ ডিফেন্স গার্ড(ভিডিজি)। জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ দাবি করে, দুই ভিডিজিকে খুন করেছে তারা। ছবিও প্রকাশ করে। তারপরই অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। প্রায় ২৪ ঘণ্টা পর জম্মুর কিস্তওয়ারের নিখোঁজ দুই ভিডিজি-র দেহ পাওয়া গেল শুক্রবার। মৃত দুই ভিডিজি-র নাম নাজির আহমেদ ও কুলদীপ কুমার।

ওহলি-কুন্তওয়ারায় বাড়ি নাজির ও কুলদীপের। বৃহস্পতিবার সকালে মুনজলা ধর জঙ্গলে গবাদি পশু চরাতে গিয়েছিলেন তাঁরা। আর বাড়ি ফেরেননি। জইশ-ই-মহম্মদের শাখা সংগঠন কাশ্মীর টাইগার্স দাবি করে, ভিডিজি-তে যোগ দেওয়ায় ওই দুই গ্রামবাসীকে শাস্তি দিয়েছে তারা। অন্য কেউ যাতে আর ভিডিজিতে যোগ না দেয়, সেই হুঁশিয়ারিও দিয়েছে। শুধু বিবৃতি নয়, দুই ভিডিজির ছবিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, চোখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন দুই ভিডিজি। সেই ছবি দেখে দুই পরিবার তাঁদের শনাক্ত করার পরই অভিযানে নামে নিরাপত্তা বাহিনী।

দুই ভিডিজি-র খোঁজে অভিযান শুরু হয়েছিল বৃহস্পতিবার সন্ধেয়। গোটা এলাকাটি ঘিরে অভিযান শুরু হয়। এক পুলিশ অফিসার বলেন, “দুই ভিডিজি-কে খুঁজতে কয়েক ঘণ্টা লেগেছে। যদি জঙ্গিরা কোনও ফাঁদ পেতে রাখে, সেই সম্ভাবনা মাথায় রেখে নিরাপত্তা বাহিনীকে খুব সাবধানে এগোতে হয়েছে।” জম্মু পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আনন্দ জৈন জানান, জঙ্গল থেকে ওই দুই ভিডিজির দেহ উদ্ধার হয়েছে। হামলায় জড়িত জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। জঙ্গিদের এই ধরনের হামলা প্রতিরোধে ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে, দুই ভিডিজিকে খুনের প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ। শুক্রবার কিস্তওয়ারে দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

 

Next Article