ফেব্রুয়ারির অপেক্ষা শুধু, প্রধানমন্ত্রীর কোন সিদ্ধান্তে নিজেকে ধরে রাখতে পারছেন না শাহরুখ?
PM Modi-SRK: প্রধানমন্ত্রী এই ঘোষণা করতেই পরেরদিন, ৩০ ডিসেম্বর শাহরুখ খান সেই পোস্ট শেয়ার করেন। চেপে রাখতে পারেননি উচ্ছ্বাস।
নয়া দিল্লি: আবেগঘন শাহরুখ খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তে আপ্লুত কিং খান। অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফেব্রুয়ারি মাসের। কী হতে চলেছে নতুন বছরের দ্বিতীয় মাসে, যা নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি জুড়ে হইচই?
বলিউডের বাদশা অপেক্ষা করছেন ওয়েভস সামিট ২০২৫-র। ২০২৪ সালের শেষ মন কি বাত অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন এই প্রথমবার ভারত আয়োজন করতে চলেছে ওয়ার্ল্ড অডিয়ো-ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিটের। আগামী ৫ থেকে ৯ ফেব্রুয়ারি এই সামিট হতে চলেছে।
প্রধানমন্ত্রী এই ঘোষণা করতেই পরেরদিন, ৩০ ডিসেম্বর শাহরুখ খান সেই পোস্ট শেয়ার করেন। চেপে রাখতে পারেননি উচ্ছ্বাস। শাহরুখ লেখেন, “দেশে প্রথমবার হতে চলেছে ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড সামিট। অধীর আগ্রহে ওয়েভসর অপেক্ষা করছি। এটা আমাদের ইন্ডাস্ট্রিকে উদযাপন এবং দেশের অর্থনীতিতে এর স্বীকৃতির অনুষ্ঠান। সব কিছুর ঊর্ধ্বে এটা চ্য়াম্পিয়ন ও উদ্ভাবনী শক্তিকে লালন-পালনের অনুষ্ঠান।”
It is with great anticipation that I look forward to WAVES – a film and entertainment world summit – to be held in our country itself. An occasion that celebrates our industry and acknowledges the role it plays in the Indian economy as well as its strength as a soft power… and… https://t.co/QE52Rs11NZ
— Shah Rukh Khan (@iamsrk) December 30, 2024
শুধু শাহরুখ নন, অক্ষয় কুমার, অনিল কুমার, সঞ্জয় দত্ত, একতা কাপুরও এই উদ্য়োগকে সাধুবাদ জানিয়েছেন।