Sheeshmahal in Chandigarh: দিল্লি পেরিয়ে চণ্ডীগড়, কেজরীবালের জন্য তৈরি নতুন ‘শিশমহল’?
BJP Slams Kejriwal over Chandigarh Sheeshmahal: নিজেদের দাবিকে যুক্তি সাপেক্ষ করতে সেই প্রায় নির্মীয়মান বাংলোর একটি ছবিও পোস্ট করেছে তাঁরা। বোঝা যাচ্ছে, ছবিটি কিছুটা স্যাটেলাইট ছবির মতো। যাতে দেখা গিয়েছে, চণ্ডীগড়ের সেক্টর ২- এ বিস্তর ফাঁকা এলাকার মাঝে তৈরি হচ্ছে বিরাট একটি প্রাসাদ। তবে বিজেপির এই সব দাবিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ আম আদমি পার্টি।

নয়াদিল্লি: পঞ্জাবের বুকে দু’একর জমির উপর তৈরি হল ‘শিশমহল’? যা আবার জুটল কেজরীবালের ভাগ্যে? দিল্লির রাজনৈতিক আবহে পাক খাচ্ছে এই প্রশ্নগুলিই। তুলে দিয়েছে শাসকদল বিজেপি। অবশ্য আপ বলেছে, এই সবই মিথ্যা। কোনও যুক্তি নেই।
শুক্রবার দিল্লি বিজেপি নিজেদের দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখে, ‘যিনি জনসাধারণের সামনে সাধারণ মানুষ সেজে থাকেন, তাঁর জন্যই আরও একটি শিশমহল তৈরি হয়ে গেল। পঞ্জাবের সুপার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল আবার নজির তৈরি করলেন।’ পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও আপ প্রধান অরবিন্দ কেজরীবালকেই যে এক সুরে বিঁধেছে বিজেপি তাতে কোনও সন্দেহই নেই।
AAP को शर्म है कि आती नहीं
जो कभी ‘आम आदमी’ होने का राग अलापते नहीं थकते थे, आज आलीशान जिंदगी में ऐसे डूबे हैं कि अपना एफिडेविट तक भूल गए, वही जिसमें कहा था ‘न गाड़ी लूंगा, न बंगला..’
फिर पहले तो दिल्ली में शीशमहल बना कर जनता कर गाढ़ी कमाई हजम की। अब चंडीगढ़ में भी पंजाब की… pic.twitter.com/jujkgyne6G
— BJP Delhi (@BJP4Delhi) October 31, 2025
নিজেদের দাবিকে যুক্তি সাপেক্ষ করতে সেই প্রায় নির্মীয়মান বাংলোর একটি ছবিও পোস্ট করেছে তাঁরা। বোঝা যাচ্ছে, ছবিটি কিছুটা স্যাটেলাইট ছবির মতো। যাতে দেখা গিয়েছে, চণ্ডীগড়ের সেক্টর ২- এ বিস্তর ফাঁকা এলাকার মাঝে তৈরি হচ্ছে বিরাট একটি প্রাসাদ। তবে বিজেপির এই সব দাবিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ আম আদমি পার্টি। তাঁদের দাবি, ‘এই সব অভিযোগ ভিত্তিহীন। ভুয়ো খবর ছড়াচ্ছে গেরুয়া শিবির। ওদের যমুনা নিয়ে তৈরি মিথ্যাচার মানুষের সামনে আসতেই এখন সাত তারা বাংলোর গল্প বানাচ্ছে তারা। এই বাসভবন বরাদ্দ হওয়ার কোনও নথিপত্র কি প্রকাশ করতে পেরেছে ওরা?’
দিল্লির নির্বাচন পর্বে নানা ভাবে মাথা চাড়া দিয়েছিল এই শিশমহল বিতর্ক। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, ক্ষমতায় ফিরে একটি মুখ্যমন্ত্রী বাসভবন তৈরি করেছিলেন দিল্লি প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সেই বাসভবনের বিলাসিতা, সৌন্দর্য, প্রাচুর্য নজর কেড়েছিল সাধারণ মানুষের। নজর কেড়েছিল বিরোধী গোষ্ঠীর রাজনীতিকদেরও। সেই সময় কেজরীবালের ওই বাসভবনকে শিশমহল বলে কটাক্ষ করা শুরু করে গেরুয়া শিবির। এবার সেই শিশমহল বিতর্কই দিল্লি পেরিয়ে পৌঁছে গেল পঞ্জাবে।
