Shiv Sena Slams BJP : ‘মুম্বইকে মহারাষ্ট্র থেকে আলাদা করার ষড়যন্ত্র’, পুরোনো বন্ধু বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শিবসেনার

Shiv Sena Slams BJP : শিবসেনার মুখপত্র ‘সামনা’-তে এই নিয়ে বিস্ফোরক দাবি করা হয়েছে যে, মুম্বইকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করতে চাইছে বিজেপি। ফঢ়নবীশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি পরিকল্পনা পেশ করেছেন বলে লেখা হয়েছে সামনার সম্পাদকীয়তে।

Shiv Sena Slams BJP : ‘মুম্বইকে মহারাষ্ট্র থেকে আলাদা করার ষড়যন্ত্র’, পুরোনো বন্ধু বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শিবসেনার
ছবি সৌজন্যে : গুগল
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2022 | 11:29 PM

মুম্বই : মুম্বইকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করতে চাইছে বিজেপি। এমনই চাঞ্চল্যকরর অভিযোগ করল শিবসেনা। মহারাষ্ট্রের শাসকজোটের অন্যতম দলের অভিযোগের আঙুল বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের বিধানসভার বিরোধী দলনেতা দেবেন্দ্র ফঢ়ণবীশের দিকে। শিবসেনার মুখপত্র ‘সামনা’-তে এই নিয়ে বিস্ফোরক দাবি করা হয়েছে। সামনার সম্পাদকীয়তে পদ্ম শিবিরের বিরুদ্ধে তোপ দেগে বলা হয়, ‘মুম্বইকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার জন্য ফঢ়নবীশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি পরিকল্পনা পেশ করেছেন। এর জেরে রাজ্য সরকারের আওতার বাইরে চলে যাবে মুম্বই।’ সামনায় আজকের সম্পাদকীয়তে লেখা হয়, ‘মহারাষ্ট্র থেকে মুম্বইকে আলাদা করার ষড়যন্ত্র আজও পুরোপুরি শেষ হয়নি। তারা মুম্বইয়ের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব কমাতে চায় এবং তারপর তারা মুম্বইকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে চায়… দেবেন্দ্র ফঢ়নবীশ এবং বিজেপি এই বিষয়ে পুরোপুরি সচেতন।’

সম্পাদকীয়তে আরও লেখা হয়, ‘ফঢ়নবীশ মুম্বাইতে এই ‘অ-মারাঠি পঞ্চক’-এর একটি ‘প্রেজেন্টেশন’ প্রস্তুত করেছিলেন। তাতে দেখানো হয় যে কীভাবে মুম্বইকে মহারাষ্ট্র থেকে আলাদা করা যায় এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সেই পরিকল্পনা উপস্থাপন করা হয়। ‘বিক্রান্ত’ কেলেঙ্কারিতে অভিযুক্ত তার অ-মারাঠি সহযোগীদের হাতে এই অভিযানের চাবিকাঠি রয়েছে। যেই সময় আমরা মহারাষ্ট্র দিবস পালন করছি, সেই সময় মহারাষ্ট্র থেকে মুম্বইকে ভাঙিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র জোরদার হওয়া ভালো ইঙ্গিত নয়।’ উল্লেখ্য, প্রায় একমাস আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বিজেপি নেতা কৃতি সোমাইয়ার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে মুম্বইকে মহারাষ্ট্র থেকে আলাদা করার ষড়যন্ত্র করা হচ্ছে। অভিযোগ করা হয়েছিল যে বিজেপি নেতা সোমাইয়া আর কয়েক মাসে আদালতের দ্বারস্থ হয়ে দাবি জানাবেন যে মুম্বইতে মারাঠা মানুষদের সংখ্যা অ-মারাঠিদের থেকে কম। আর এই যুক্তিতেই মুম্বইকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি জানানো হবে।

প্রসঙ্গত, আজ মহারাষ্ট্র দিবস। ১৯৬০-এর আজকের দিনে মুম্বই প্রদেশকে ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র গঠন করা হয়েছিল। এই আবহে আজকে সামনায় প্রকাশিত সম্পাদকীয়তে লেখা হয়, ‘মহারাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে ৬২ বছর হয়ে গিয়েছে, তবুও এই প্রশ্ন থেকেই গিয়েছে ‘মুম্বাই কার?’ এখনও সবসময় এটা নিয়ে আলোচনা হয়ে এসেছে। দেশের এই প্রধান অর্থনৈতিক ও শিল্পকেন্দ্রকে মহারাষ্ট্র থেকে আলাদা করার জন্য ধনীদের সংগ্রাম আজও চলছে! যারা আমাদেরকে অবিভক্ত হিন্দুস্তানের স্বপ্ন দেখায় তারা মহারাষ্ট্রের শত্রু হয়ে গিয়েছে।’

আরও পড়ুন : New Chief Of Army Staff Manoj Pandey : ‘চিনকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না,’ পদ সামলেই সাফ বক্তব্য নয়া সেনাপ্রধান জেনারেল পাণ্ডের