Lakhimpur Kheri: মন্ত্রীর ছেলের বন্দুক থেকেই চলেছিল গুলি, লখিমপুর কাণ্ডের ফরেন্সিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
Ashish Mishra: পুলিশ আগেই আশিস মিশ্র এবং তাঁর বন্ধু অঙ্কিত দাসের আগ্নেয়াস্ত্র ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠিয়েছিল। আজ সেই ফরেন্সিক রিপোর্টে দেখা গিয়েছে, মন্ত্রীর ছেলে আশিস মিশ্রর আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চলেছে।
লখিমপুর: লখিমপুর কাণ্ডের ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর তাতে দেখা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। মন্ত্রীর ছেলের বন্দু থেকেই যে গুলি চলেছিল, তা ফরেন্সিক রিপোর্ট থেকে স্পষ্ট। লখিমপুর-খেরি হিংসায় অন্যতম অভিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। পুলিশ আগেই আশিস মিশ্র এবং তাঁর বন্ধু অঙ্কিত দাসের আগ্নেয়াস্ত্র ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠিয়েছিল। আজ সেই ফরেন্সিক রিপোর্টে দেখা গিয়েছে, মন্ত্রীর ছেলে আশিস মিশ্রর আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চলেছে।
উল্লেখ্য, গতকালই লখিমপুর কাণ্ডের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। এই নিয়ে তৃতীয়বার গোটা ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে উত্তর প্রদেশ পুলিশের উপর অসন্তোষ প্রকাশ করল শীর্ষ আদালত। শুনানিতে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, গোটা মামলার নিত্যদিনের তদন্তের গতিপ্রকৃতির উপর নজর রাখতে তারা কোনও হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে নিয়োগ করতে চান।
গতকাল সুপ্রিম কোর্টের এই মন্তব্য, আর তারপর আজ ফরেন্সিক রিপোর্টে আশিস মিশ্রর আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলার প্রমাণ পাওয়া– সব মিলিয়ে মন্ত্রীপুত্রের জন্য সমস্যা আরও বাড়ছে।
৩ অক্টোবর, একটি অনুষ্ঠানে লখিমপুর খেরিতে যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র ও উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্য্যের। এদিকে, কৃষকরা কেন্দ্রীয় মন্ত্রীর সফরের কথা জানতে পেরেই পথ আটকে আন্দোলন করতে শুরু করে। পরে তা হিংসার আকার নেয়। মোট ৮ জনের মৃত্যুর খবর জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করেই কার্যত রণক্ষেত্রের রূপ নেয় লখিমপুর খেরি।
সিটের তদন্তে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্র সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের নাম জড়ানোর পরই থেকেই আন্দোলনকারী কৃষক ও বিরোধীরা দাবি করতে শুরু করেন, আশিস মিশ্রকে গ্রেফতার করতে হবে। ঘটনার দিন যে গাড়িটি কৃষকদের চাপা দিয়েছিল, সেই গাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্র উপস্থিত ছিল বলে দাবি কৃষকদের। যদিও এই দাবি এখনও প্রমাণিত হয়নি। তিনি জানিয়েছেন, সেইদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না আশিস। তিনি অন্য একটি সভায় উপস্থিত ছিলেন, শতাধিক ব্যক্তি তাঁকে সেখানে দেখেছে।
এদিকে লখিমপুর খেরির ঘটনায় গতকাল শুনানি চলাকালীন শীর্ষ আদালতের তরফে জানানো হয়, তদন্তের গতিপ্রকৃতির উপর নিয়মিত নজর রাখার জন্য কোনও একটি হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে নিয়োগ করতে আগ্রহী তারা। এই বিষয়ে উত্তর প্রদেশ সরকারের কী মতামত, তা আগামী শুক্রবার পরবর্তী শুনানির সময় জানাতে বলা হয়েছে। লখিমপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানানোয়, শীর্ষ আদালতের তরফে কড়া ভাষায় জানানো হয়, সিবিআই তদন্তই সব মামলার সমাধান নয়।
আরও পড়ুন Delhi Door Step Ration: কেজরির বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে কেন্দ্র