নয়াদিল্লি: মাখন চুরি। কিংবা সখীদের সঙ্গে নাচ। শ্রীকৃষ্ণের লীলায় মজে মানুষ। সোমবার জন্মাষ্টমীতে মেতে উঠল দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। পবিত্র এই দিনে পুণ্যার্থীরা ভিড় করলেন মন্দিরে। জন্মাষ্টমী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীকৃষ্ণের বাল্যলীলা নাচে-গানে ফুটিয়ে তুলল কিশোররা।
সোমবার জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছিল স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। আট থেকে আশি-ভিড় করেন মন্দিরে। বিএপিএস-র অধ্যক্ষ মহন্ত স্বামী মহারাজ পুণ্যার্থীদের সঙ্গে জন্মাষ্টমীতে অংশ নেন।
মহন্ত স্বামী মহারাজ পুণ্যার্থীদের কাছে শ্রীকৃষ্ণ গাথা তুলে ধরেন। তিনি বলেন, “ধর্ম ও সংস্কৃতির বাহক হলেন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর জীবনের মাধ্যমে মানুষকে বিনম্র হতে শিখিয়েছেন। গীতায় তিনি বলেছেন, আমি প্রত্যেক যুগে অবতার নেই।” মহন্ত স্বামী মহারাজ আরও বলেন, ঈশ্বর ও ভাল মানুষ কখনও পৃথিবী ছেড়ে যান না।
জন্মাষ্টমী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শ্রীকৃষ্ণের বাল্যলীলা ফুটিয়ে তোলা হয় অনুষ্ঠানের মাধ্যমে। পুণ্যার্থীরা সাংস্কৃতিক এই অনুষ্ঠান উপভোগ করেন। এরপর ক্যারোসেলে বিরাজমান বালক কৃষ্ণের মূর্তি দর্শনের সুযোগ পান পুণ্যার্থীরা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)