নয়া দিল্লি: মাস খানেক আগেই মদিনা সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ইসলামিক দেশগুলিতে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা বাড়ছে, এই সফর তারই প্রতিফলন বলে উল্লেখ করলেন স্মৃতি। TV9 নেটওয়ার্কের কনক্লেভ হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-র মঞ্চে হজ যাত্রা সম্পর্কেও বক্তব্য পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি উল্লেখ করেছেন, পুরুষ সঙ্গী ছাড়া ভারতীয় মহিলারা যেভাবে হজে যাচ্ছেন, তাতে কোন বার্তা দিতে চাইছে মোদী সরকার।
মোদী সরকারের আমলে নারী শক্তি কতটা গুরুত্ব পাচ্ছে, কীভাবে মহিলারা অর্থনীতির অংশীদার হয়ে উঠছে, তা নিয়েই এদিন মূলত বক্তব্য পেশ করেছেন স্মৃতি ইরানি। সেই আলোচনাতেই উঠে আসে হজ প্রসঙ্গ।
শেষবার ৪৩০০ মহিলা ভারত থেকে একা হজে গিয়েছেন। এই প্রসঙ্গে স্মৃতি বলেন, মহিলারা পুরুষসঙ্গী ছাড়াই হজে যেতে পারেন, কারণ ধর্মেই এই অনুমতি ছিল, ধর্ম অনুসারে এ ক্ষেত্রে কোনও বাধা নেই। প্রধানমন্ত্রীও এটাই ভেবেছেন যে ধর্ম যেখানে বাধা হয়ে দাঁড়ায় না, সেখানে প্রশাসন কেন বাধা হয়ে দাঁড়াবে!
তবে কোনও ব্যবস্থা যতক্ষণ কার্যকর না হয়, ততক্ষণ বিশ্বাসযোগ্য হয় না। সেই কারণেই মহিলাদের হজে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্মৃতি। তিনি আরও বলেন, “৪৩০০ মহিলার একা হজে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই হজ যাত্রা বুঝিয়ে দিয়েছে, ভারতীয়রা জানেন, সমস্যা যেখানেই আসুক না কেন, সীমান্তের বাইরে হলেও সুরক্ষিত থাকবেন তাঁরা। তাঁরা জানেন মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।”