AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: কোশী নামে কী দেখবেন বিরোধীরা? সাংসদদের জন্য ফ্ল্যাটের উদ্বোধন করে বলে দিলেন প্রধানমন্ত্রী

PM Modi: এদিন প্রধানমন্ত্রী সাংসদদের থাকার জন্য যে ১৮৪টি ফ্ল্যাটের উদ্বোধন করেন, সেই ফ্ল্যাটগুলি ৪টি টাওয়ারে রয়েছে। আর সেই টাওয়ারগুলির নাম কৃষ্ণা, গোদাবরী, কোশী ও হুগলি।

PM Modi: কোশী নামে কী দেখবেন বিরোধীরা? সাংসদদের জন্য ফ্ল্যাটের উদ্বোধন করে বলে দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Updated on: Aug 11, 2025 | 8:56 PM
Share

নয়াদিল্লি: আর কয়েকমাস পরই বিহারে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আবহে রাজধানী দিল্লিতে সাংসদদের জন্য ১৮৪টি ফ্ল্যাটের উদ্বোধন করতে গিয়ে বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংসদদের থাকার জন্য ফ্ল্যাটগুলির একটি টাওয়ারের নাম কোশী। প্রধানমন্ত্রীর কটাক্ষ, এই নামের মধ্যে কারও কারও বিহারের নির্বাচন নজরে পড়বে।

এদিন প্রধানমন্ত্রী সাংসদদের থাকার জন্য যে ১৮৪টি ফ্ল্যাটের উদ্বোধন করেন, সেই ফ্ল্যাটগুলি ৪টি টাওয়ারে রয়েছে। আর সেই টাওয়ারগুলির নাম কৃষ্ণা, গোদাবরী, কোশী ও হুগলি।

এদিন ফ্ল্যাটগুলির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “সংসদে আমার সহযোগীদের জন্য এই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের উদ্বোধনের সুযোগ পেয়েছি। সংসদের থাকার জন্য এখানে যে চারটে টাওয়ার হয়েছে, তাদের নামগুলিও খুব সুন্দর। কৃষ্ণা, গোদাবরী, কোশী, হুগলি। ভারতের চারটে মহান নদী। যা কোটি কোটি মানুষকে প্রাণ দেয়। ওই নদীগুলির প্রেরণায় আমাদের জনপ্রতিনিধিদের জীবনেও আনন্দের নতুন ধারা বইবে।

এরপরই বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “কোশী নামের জন্য কিছু লোকের অস্বস্তিও হবে। কোশী নদী নাম রাখা হয়েছে। কিন্তু, তাঁরা কোশী নদী নাম দেখতে পাবেন না। তাঁদের বিহারের নির্বাচন নজরে পড়বে। এইরকম ছোট নজর যাঁদের রয়েছে, তাঁদের অস্বস্তির মধ্যেও আমি বলব, নদীর নামের যে পরম্পরা, তা দেশের ঐক্যকে এক সূত্রে বাঁধবে।” প্রসঙ্গত, নেপাল থেকে বিহারে প্রবেশ করেছে কোশী নদী। সেজন্যই প্রধানমন্ত্রী বিরোধীদের এই নাম নিয়ে কটাক্ষ করলেন বলে রাজনীতির কারবারিরা মনে করছেন।