Train Accident: এবার হড়কে গেল ইঞ্জিন! এক সপ্তাহে দু’বার দুর্ঘটনা, এই ট্রাকেই কি তাহলে…

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 22, 2024 | 7:13 AM

Engine Derailed: মুজাফ্ফরপুর থেকে ছাড়ছিল পুণে স্পেশাল ট্রেনের। তার আগেই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ইঞ্জিনটি। মুজাফ্ফরপুর রেল স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন রেল আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজ।

Train Accident: এবার হড়কে গেল ইঞ্জিন! এক সপ্তাহে দুবার দুর্ঘটনা, এই ট্রাকেই কি তাহলে...
লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন।
Image Credit source: X

Follow Us

পটনা: বারবার একই ট্রাকে দুর্ঘটনা। ফের ট্রেন দুর্ঘটনা মুজাফ্ফরপুরে। এবার লাইনচ্যুত স্পেশাল ট্রেনের ইঞ্জিন। জানা গিয়েছে, ট্রেনের ইঞ্জিনের তিনজোড়া চাকা হড়কে ট্রাকের বাইরে চলে যায়। অল্পের জন্য রক্ষা পাওয়া যায় বড় মাপের দুর্ঘটনা থেকে। এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার ট্রেন দুর্ঘটনা হল এই রুটে। দিন কয়েক আগেই লাইনচ্যুত হয়েছিল মালগাড়ির চারটি বগি।

জানা গিয়েছে, শনিবার রাতে বিহারের মুজাফ্ফরপুর থেকে ছাড়ছিল পুণে স্পেশাল ট্রেনের। তার আগেই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ইঞ্জিনটি। মুজাফ্ফরপুর রেল স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন রেল আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

রেলওয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুজাফ্ফরপুর-পুণে স্পেশাল ট্রেনের ইঞ্জিনটি সেটিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই তিন জোড়া চাকা লাইনচ্যুত হয়। কী কারণে হঠাৎ লাইনচ্যুত হয়ে গেল ইঞ্জিনটি, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় দেড় ঘণ্টা দেরীতে ছাড়ে স্পেশাল ট্রেনটি। পরে অন্য আরেকটি ইঞ্জিনের ব্যবস্থা করা হয়। আরপিএফ গোটা  বিষয়টি তদন্ত করে দেখছে।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই এই রুটে আরও একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। মুজাফ্ফরপুরেই একটি মালগাড়ির চারটি কামরা লাইনচ্যুত হয়েছিল শান্টিংয়ের সময়। ওই দুর্ঘটনার জেরেও দীর্ঘক্ষণ ব্যাহত হয়েছিল রেল পরিষেবা।

Next Article