AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court on SSC: ক্ষতিপূরণের দাবি মামলাকারীর, এসএসসি মামলায় কেন্দ্রের হলফনামা চাইল সুপ্রিম কোর্ট

Supreme Court on SSC: ইক্যুইডিটি কেরিয়ার টেকনোলজি নামে একটি সংস্থাকে পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেয় কমিশন। কিন্তু পরীক্ষার দিনই চোখে পড়ে অব্যবস্থা। কারওর পরীক্ষা কেন্দ্র পড়ে বাড়ি থেকে ৫০০ কিলোমিটার দূর। কোথাও আবার বাতিল হয়ে যায় পরীক্ষা। ক্ষোভ চড়ে পরীক্ষার্থীদের মধ্য়ে। দফায় দফায় শুরু হয় প্রতিবাদ।

Supreme Court on SSC: ক্ষতিপূরণের দাবি মামলাকারীর, এসএসসি মামলায় কেন্দ্রের হলফনামা চাইল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টImage Credit: PTI
| Updated on: Sep 05, 2025 | 6:26 PM
Share

নয়াদিল্লি: এসএসসি মামলায় এবার কেন্দ্রের হলফনামা চাইল দেশের শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টে পিএস নরসিংহ এবং অতুল এস চন্দ্রচূড়ের বেঞ্চে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার ভিত্তিতেই কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছেন বিচারপতিরা।

কেন জনস্বার্থ মামলা দায়ের?

সম্প্রতি, স্টাফ সিলেকশন কমিটি বা এসএসসি-র পরীক্ষা ঘিরে তোলপাড় হয়েছিল গোটা দেশ। প্রতিবাদে নেমেছিলেন শিক্ষক থেকে পরীক্ষার্থীরা। চলতি বছর এসএসসি-র পরীক্ষার জন্য টিসিএস-এর পরিবর্তে ইক্যুইডিটি কেরিয়ার টেকনোলজি নামে একটি সংস্থাকে পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেয় কমিশন। কিন্তু পরীক্ষার দিনই চোখে পড়ে অব্যবস্থা। কারওর পরীক্ষা কেন্দ্র পড়ে বাড়ি থেকে ৫০০ কিলোমিটার দূর। কোথাও আবার বাতিল হয়ে যায় পরীক্ষা। ক্ষোভ চড়ে পরীক্ষার্থীদের মধ্য়ে। দফায় দফায় শুরু হয় প্রতিবাদ।

সামনেই রয়েছে এসএসসি (সিজিএল)-র পরীক্ষা। তাতেও যেন একই রকম গলদ না তৈরি হয়, তাই আগেভাগে কেন্দ্র করতে সাবধানী হতে বলে তৎপর হয়েছেন এক পরীক্ষার্থী। দায়ের করেছেন জনস্বার্থ মামলা। সেই ভিত্তিতেই কেন্দ্রের থেকে হলফনামা চেয়েছে শীর্ষ আদালত। ওই মামলায় পরীক্ষার্থী একটি স্বাধীন কমিটি তৈরিরও দাবি জানিয়েছেন। যারা এসএসসি পরীক্ষার ব্যবস্থাপনার দিকে নজর রাখবেন।

পাশাপাশি, ইক্যুইডিটি দ্বারা নেওয়া পরীক্ষা আবার নেওয়ার দাবি তোলেন ওই পরীক্ষার্থী। দাবি করেন, পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়ারও। উল্লেখ্য, একটি পরিসংখ্য়া অনুযায়ী, বর্তমানে এসএসসির প্রতিটি ক্যাটাগরি মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০ থেকে ৩৬ লক্ষ। প্রতিবছর বাড়ন্ত কাট-অফ। বাড়ছে আবেদনকারীর সংখ্যা। কোটিতে ছুঁইছুঁই। কিন্তু সেই পরীক্ষা নিয়েই এত অনিয়মের অভিযোগ।