‘সংসদীয় গণতন্ত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন’, ওম বিড়লার প্রশংসায় মোদী

Jun 19, 2021 | 7:58 PM

শনিবার অধ্যক্ষ পদে তাঁর দ্বিতীয় বছর সম্পূর্ণ হল।

সংসদীয় গণতন্ত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন, ওম বিড়লার প্রশংসায় মোদী
প্রধানমন্ত্রীর সঙ্গে ওম বিড়লা (ফাইল ছবি)

Follow Us

নয়া দিল্লি: গত দু’বছর ধরে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা যে ভূমিকা নিয়েছেন তা দেশের সংসদীয় গণতন্ত্রে উল্লেখযোগ্য। অধ্যক্ষ হিসেবে ওম বিড়লার দ্বিতীয় বছর সম্পূর্ণ হওয়ার দিনে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর একাধিক সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার ওম বিড়লার প্রশংসায় টুইট করেন মোদী।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ওম বিড়লা সংসদে নতুন সাংসদ বা মহিলা সাংসদদের সবসময় আগে বলার সুযোগ দেন। একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতেও তাঁর তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন ওম বিড়লা। এ দিন মোদী টুইটারে লেখেন, ‘গত দু’বছর ধরে ওম বিড়লা একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন যা সংসদয় গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দু’বছর আগে এই দিনেই অধ্যক্ষ পদে আসীন হয়েছিলেন ওম বিড়লা। কোটার থেকে জয়ী হয়ে দ্বিতীয় বার সাংসদ হন তিনি। তিনি রাজস্থানের কোটার বাসিন্দা। সেখানেই পড়াশোনা শেষ করেন। ২০০৩ সালে প্রথমবার বিধানসভা ভোটে জয়ী হন তিনি। পরে ২২০৮ সালেও বিধায়ক হন। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত রাজস্থানের পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন ওম বিড়লা।

Next Article