Punjab: ‘ওরা যদি অবিচার করে…’, পঞ্জাবের কং বিধায়কের গ্রেফতারি নিয়ে ইন্ডিয়া জোটে নয়া জট
Sukhpal Khaira Arrest: নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে 'ইন্ডিয়া' জোটের দুই শরিক দল কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে। এই বিষয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। 'অন্যায় সহ্য করবেন না' বলেও, জোট ধর্ম রক্ষার স্বার্থেই সম্ভবত খুব বেশি আক্রমণাত্মক হলেন না কংগ্রেস সভাপতি।
রায়পুর: বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে, মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খইরাকে গ্রেফতার করেছে আম আদমি পার্টি শাসিত পঞ্জাবের পুলিশ। প্রথমে, চণ্ডীগঢ়ের সেক্টর-৫-এ অবস্থিত তাঁর বাংলোয় তল্লাশি চালানো হ., তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। এই বিষয় নিয়ে, নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে ‘ইন্ডিয়া’ জোটের দুই শরিক দল কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে। এই বিষয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। ‘অন্যায় সহ্য করবেন না’ বলেও, জোট ধর্ম রক্ষার স্বার্থেই সম্ভবত খুব বেশি আক্রমণাত্মক হলেন না কংগ্রেস সভাপতি।
সুখপাল সিং খইরাকে গ্রেফতার করার বিষয়ে, এদিন সংবাদমাধ্যম এএনআই-কে কংগ্রেস প্রধান জানিয়েছেন, তিনি এই ঘটনার বিষয়ে আরও বিশদ তথ্য সংগ্রহ করছেন। এদিন নির্বাচনী প্রচারে ছত্তীসগঢ়ের বালোদা বাজার এলাকায় এসেছিলেন তিনি। সেখানেই তাঁকে শুখপাল সিং খইরার গ্রেফতারির বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, “আমি এই বিষয়ে বিশদ তথ্য চেয়েছি। অন্যায় করলে কেউ বেশিদিন ক্ষমতায় টিকতে পারে না। ওরা যদি আমাদের সঙ্গে অবিচার করে, আমরা তা সহ্য করব না।” ২০১৫ সালেই নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনের আওতায় খইরার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পঞ্জাব পুলিশ। দীর্ঘদিন এই মালার কোনও অগ্রগতি না ঘটলেও, এদিন আচমকা তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ।
VIDEO | “I will look into the details of it,” says Congress president @kharge in response to a media query on party’s Punjab MLA Sukhpal Singh Khaira’s arrest in an alleged drugs case. pic.twitter.com/zBCF1OigMz
— Press Trust of India (@PTI_News) September 28, 2023
মল্লিকার্জুন খাড়্গে অনেক সংযত প্রতিক্রিয়া দিলেও, খইরাকে গ্রেফতারের তীব্র নিন্দা করেছেন পঞ্জাব কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং। পঞ্জাব পুলিশের পদক্ষেপকে তিনি ‘জঙ্গলরাজ’-এর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, “আমি এই গ্রেফতারির তীব্র নিন্দা করছি। এটা জঙ্গলরাজ, এই মামলার কোনও ভিত্তি নেই। সুপ্রিম কোর্ট এই মামলার কার্যধারা স্থগিত করেছে, মামলাটি খারিজ করেছে। স্থগিতাদেশ সংক্রান্ত নোটিশ ইডিকেও দেওয়া হয়েছে। তাহলেই বলুন, এই আট বছরের পুরোনো মামলায় আর কী বাকি আছে?”
তিনি আরও জানান, সকালেই কংগ্রেস সভাপতি খইরার গ্রেফতারি নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তিনি দলের রাজ্য শাখাকে খয়রাকে সমর্থন করার নির্দেশ দিয়েছেন। রাজ্যের প্রকৃত সমস্যাগুলি থেকে মানুষের মনোযোগ সরাতেই আপ সরকার এই পদক্ষেপ করেছে বলে অভিযোগ করেন তিনি। একে তিনি বিরোধীদের ভয় দেখানোর কৌশল বলেও অভিহিত করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অমরিন্দর সিং রাজা ওয়ারিং আঅরও বলেছেন, “আমরা সুখপাল খইরার পাশে আছি। এই লড়াই আমরা চালিয়ে যাব।”
বস্তুত, জাতীয় স্তরে ২৬টিরও বেশি বিজেপি বিরোধী দল একজোট হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিলেও, রাজ্যে রাজ্যে ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে আসন ভাগাভাগি-সহ বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে। বাংলা এবং কেরলে, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসকে আসন ছাড়তে নারাজ সিপিআইএম। একইভাবে পঞ্জাবের আপ ইউনিটও জানিয়ে দিয়েছে, রাজ্যে কংগ্রেসকে একটিও আসন ছাড়তে নারাজ তারা। এরই মধ্যে, সুখপাল সিং খইরার গ্রেফতারিকে কেন্দ্র করে কংগ্রেস এবং আপের ফাটল আরও বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে, এই ঘটনার জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।