Arvind Kejriwal: সুপ্রিম কোর্টে গিয়েও মিলল না স্বস্তি, আপাতত তিহাড়েই থাকছেন কেজরীবাল

Jun 24, 2024 | 2:03 PM

Arvind Kejriwal: গত বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরীবালকে জামিন দেয়। সেই হিসেবে শুক্রবার তিহাড় জেল থেকে তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Arvind Kejriwal: সুপ্রিম কোর্টে গিয়েও মিলল না স্বস্তি, আপাতত তিহাড়েই থাকছেন কেজরীবাল
অরবিন্দ কেজরীবাল
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: শীর্ষ আদালতে গিয়েও মুক্তি হল না অরবিন্দ কেজরীবালের। দিল্লি হাইকোর্টের অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। হাইকোর্টে মামলা বিচারাধীন হওয়ায়, হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ছিল মামলার শুনানি। আগামী ২৬ জুন হাইকোর্টের রায় ঘোষণার কথা।

গত বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরীবালকে জামিন দেয়। সেই হিসেবে শুক্রবার তিহাড় জেল থেকে তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর নিম্ন আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। সেই ইস্যুতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরী।

আগামী বুধবার অর্থাৎ ২৬ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। ডিভিশন বেঞ্চের বক্তব্য, ‘হাইকোর্ট যখন রায়দান স্থগিত রেখেছে, তখন সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করতে পারে না।’ ইডি-র পক্ষে আদালতে সওয়াল করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তুষার মেহতা। অন্যদিকে কেজরীবালের পক্ষে আইনজীনী অভিষেক মনু সিংভি সওয়াল করেছেন, কেজরীবালকে জেলে রাখার কোনও প্রয়োজন নেই।

উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনের মাঝে শর্তসাপেক্ষে জেল থেকে ছাড়া পেয়েছিলেন কেজরীবাল। ভোটে প্রচারের জন্য ছাড় দেওয়া হয়েছিল আপ সুপ্রিমোকে। আদালতের নির্দেশ মতো, ভোট মিটতেই ফের তিহাড় জেলে ফিরে যান কেজরী। আর এবার সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি মিলল না। তিহাড় জেলেই থাকতে হচ্ছে আপাতত।

Next Article