AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court : ‘ড্রাই স্টেট’ বিহারে মহিলার বাইকে মেলে মদ, অভিযুক্তের বিরুদ্ধে কী রায় সুপ্রিম কোর্টের?

Supreme Court : বিহারে মদ নিষিদ্ধ করা হয়েছে তা অনেক বছর হয়েছে। এই আবহে বিহারের এক মহিলার স্কুটি থেকে মিলল মদ। সেই মহিলার আগাম জামিনের আবেদনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Supreme Court : 'ড্রাই স্টেট' বিহারে মহিলার বাইকে মেলে মদ, অভিযুক্তের বিরুদ্ধে কী রায় সুপ্রিম কোর্টের?
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Apr 24, 2022 | 10:10 PM
Share

নয়া দিল্লি : বিহারে মদ নিষিদ্ধ করা হয়েছে তা অনেক বছর হয়েছে। ২০১৬ সালের বিহার নিষিদ্ধকরণ ও আবগারি আইনের সংশোধনী অনুসারে রাজ্যে কোনও অ্যালকোহল উৎপাদন, বেচাকেনা, স্টোরেজ, পরিবহন ও খাওয়া নিষিদ্ধ। এই নিয়ম ভঙ্গ হলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। বিহারের এক ২১ বছরের মহিলার বিরুদ্ধে অ্যালকোহল পরিবহনের জন্য মামলা করা হয়েছে পটনা পুলিশের তরফে। এই মামলায় দেশের শীর্ষ আদালত ২১ বছরের এই মহিলাকে আগাম জামিনের আবেদন মঞ্জুর করল। এর আগে পটনা হাইকোর্টে ওই মহিলার জামিনের আবেদন করা হলে কোর্টের সিঙ্গল বেঞ্চ তা খারিজ করে দেয়।

হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পরই সুপ্রিম কোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন ওই মহিলা। সেই আবদনের ভিত্তিতেই এদিন আগাম জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে এই আবেদনের ভিত্তিতে শুনানি হয়। এই ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, “আমরা স্পষ্টভাবে মনে করি যে হাইকোর্ট অবশ্যই তার সাংবিধানিক ক্ষমতা ত্যাগ করবেন না এবং উপযুক্ত মামলায় অভিযুক্তদের ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা নিশ্চিত করা হবে।” এই নির্দেশে আরও বলা হয়েছে, “উপরে উল্লিখিত তথ্য ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা এই নির্দেশ দিয়ে এই অন্তর্বতী আদেশ নিশ্চিত করি যে আবেদনকারীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে, তাঁকে বিচারের দ্বারা আরোপিত শর্তাবলী সাপেক্ষে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়া হবে।”

বিহারে মদ নিষিদ্ধ। কিন্তু ২১ বছর বয়সি বিহারের এক মহিলার বিরুদ্ধে পটনার রূপসাপুর পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করা হয়। তাঁর স্কুটিতে করে তাঁর ভাইকে নয়টি মদের বোতল উদ্ধার করা হয়। স্কুটিটি তাঁর হওয়ার এফআইআর- এ তাঁর নামও জড়ায়। তারপর আগাম জামিনের আবেদন করলে তা খারিজ করে দেয় পটনা হাইকোর্ট। তারপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। সুপ্রিম কোর্ট তাঁকে জামিনের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন : Jammu and Kashmir Encounter : মোদীর সফরকালীনই উপত্যকায় এনকাউন্টার, নিকেশ তিন জঙ্গি