Duare Ration: আপাতত রাজ্যের নির্দেশিকা মেনেই চলবে ‘দুয়ারে রেশন’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Sudeshna Ghoshal | Edited By: Soumya Saha

Mar 14, 2023 | 4:07 PM

Duare Ration: চার সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে। ওই দিন সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ।

Duare Ration: আপাতত রাজ্যের নির্দেশিকা মেনেই চলবে দুয়ারে রেশন, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
দুয়ারে রেশন

Follow Us

নয়া দিল্লি: রাজ্য সরকারের দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্পের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যের রেশন ডিলারদের (Ration Dealers) একাংশ। মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। মঙ্গলবার শীর্ষ আদালতে দুয়ারে রেশন সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সেই মামলার শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়। চার সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে। দুই সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। অর্থাৎ, কেন্দ্র, রাজ্য ও রেশন ডিলার তিন পক্ষকেই হলফনামা দিয়ে আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। এর পাশাপাশি বিচারপতি সঞ্জীব খান্না তাঁর মৌখিক পর্যবেক্ষণে জানিয়েছেন, এই সময়ের মধ্যে রাজ্যের নির্দেশিকা মেনেই চলতে হবে রেশন ডিলারদের।

উল্লেখ্য, রাজ্যের আমজনতার কাছে রেশন পরিষেবা আরও ভাল ভাবে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু করা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায়, রেশন দোকান থেকে রেশন সামগ্রী পাড়ার কোনও একটি জায়গায় নিয়ে গিয়ে, সেখান থেকে বিলি করা হয়ে থাকে। কিন্তু এই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থার বিরোধিতা শুরু করেন রাজ্যের রেশন ডিলারদের একাংশ। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। প্রথমে হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় দুয়ারে রেশন সংক্রান্ত মামলা।

রেশন ডিলারদের বক্তব্য, এই পরিষেবা চালু রাখার জন্য পর্যাপ্ত পরিকাঠামো নেই। সমস্যা একাধিক, দাবি রেশন ডিলারদের। প্রথমত, এই পরিষেবা চালু রাখার জন্য পর্যাপ্ত লোকবলের অভাব। পাশাপাশি, যেদিন এই প্রকল্প চালু রাখতে হবে, সেদিন স্বাভাবিকভাবেই রেশন দোকান বন্ধ থাকবে, এর ফলেও সমস্যা হবে বলে দাবি রেশন ডিলারদের। এছাড়া রেশন সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গাড়িও দরকার। সেক্ষেত্রেও রাজ্য সরকার গাড়ি কেনার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা দিচ্ছে না বলেও অভিযোগ রেশন ডিলারদের একাংশের।

উল্লেখ্য, রাজ্যের তরফে এই পরিষেবা চালু রাখার জন্য বেশ কিছু সুযোগ সুবিধা ইতিমধ্যেই দেওয়া হচ্ছে রেশন ডিলারদের।  প্রতি কেজি খাদ্য শস্য ও চিনির জন্য ৭৫ পয়সা করে ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কোনও রেশন দোকান নিজস্ব তিন চাকা বা চার চাকার গাড়ি কিনতে চাইলে, সেক্ষেত্রে ২০ শতাংশ ভর্তুকি (সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত) দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বর্তমানের ডিলারশিপের উপর অতিরিক্ত পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে রেশন দোকানদারদের দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু এসব পর্যাপ্ত নয় বলেই দাবি ডিলারদের একটি বড় অংশের।

এদিনের মামলার শুনানির বিষয়ে সারা ভারত রেশন ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, দুয়ারে রেশন সংক্রান্ত মামলায় রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যে রিজয়েন্ডার জমা না দেওয়ার কারণে রাজ্যের আবেদনের প্রেক্ষিতে আদালত আরও দুই সপ্তাহ সময় দিয়েছে রাজ্য সরকারকে। বিশ্বম্ভর বসু জানিয়েছেন, আদালত সিদ্ধান্ত নিয়েছে চার সপ্তাহের মধ্যে মামলার নিষ্পত্তি করা হবে এবং আর কোনও তারিখ দেওয়া হবে না।

Next Article