AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: কোনও হলফনামা দেয়নি কেন্দ্র, অজিত পওয়ারের মৃত্যুর দিনই আহমেদাবাদ প্লেন ক্র্যাশ মামলায় চাঞ্চল্যকর তথ্য

Supreme Court: প্রসঙ্গত, গত বছর জুন মাসে এয়ার ইন্ডিয়ার ১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান টেক অফের কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে। বিমানের ১২ জন ক্রু ও ২২৯ জন যাত্রীই মারা যান।  এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবি করে জনস্বার্থ মামলা হয়েছিল।

Supreme Court: কোনও হলফনামা দেয়নি কেন্দ্র, অজিত পওয়ারের মৃত্যুর দিনই আহমেদাবাদ প্লেন ক্র্যাশ মামলায় চাঞ্চল্যকর তথ্য
সুপ্রিম কোর্টে AI দুর্ঘটনা মামলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 28, 2026 | 11:58 AM
Share

নয়া দিল্লি: মহারাষ্ট্রের বারামতিতে উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু!  আর সেই দিনই সুপ্রিম কোর্টে গত জুন মাসের AI 171 বিমান দুর্ঘটনা প্রসঙ্গ উত্থাপিত হল। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে সরকারের ভূমিকার প্রশ্ন তুললেন আইনজীবী প্রশান্ত ভূষণ। আইনজীবী জানান, এদিনই এই মামলা শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার বা AAIB (Aircraft Accident Investigation Bureau )-র তরফে কোনও জবাবি হলফনামা জমা দেওয়া হয়নি।  তাঁর বক্তব্য, পাইলটদেরই বক্তব্য, এয়ারপ্লেনগুলো সুরক্ষিত নয়। এ ব্যাপারে তদন্তের প্রয়োজন। খুব দ্রুত এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।

প্রসঙ্গত, গত বছর জুন মাসে এয়ার ইন্ডিয়ার ১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান টেক অফের কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে। বিমানের ১২ জন ক্রু ও ২২৯ জন যাত্রীই মারা যান।  এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবি করে জনস্বার্থ মামলা হয়েছিল।

সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার ও ডিজিসিএ-কে নিরপেক্ষ, স্বচ্ছ তদন্তের নির্দেশ দেয়। এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, যারা গত জুলাই মাসে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছিল, তাদের থেকেও জবাব চাওয়া হয়। সেক্ষেত্রে প্রাথমিক রিপোর্টে পাইলটদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হয়েছিল। তাতে অসন্তুষ্ট হয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, পাইলটদের ঘাড়ে দোষ চাপানো দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এবার এই মামলায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী।

আর কাকতালীয়ভাবে এই মামলায় বুধবারই সুপ্রিম কোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত ছিল, যেদিন মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার-সহ মোট ৫ জনের। এক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্ন উঠছে।  বারামতি পাহাড়ি এলাকা। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল এলাকা। দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। এরপরও কেন এটিসি র তরফে ছাড়পত্র দেওয়া হল? বিমান উড়ানের আগে সব রকম যান্ত্রিক পরীক্ষা কি করা হয়েছিল? এসব একাধিক প্রশ্ন উঠছে।