Tamil Nadu Election Results 2021 LIVE: তামিলনাড়ুতে উঠল স্ট্যালিন ঝড়, এগিয়ে ১৫৭ আসনে

| Updated on: May 05, 2021 | 11:24 AM

Tamil Nadu Assembly Election results 2021 LIVE Counting update: ডিএমকে নাকি এআইএডিএমকে, ভোটের পাল্লা ভারী কার দিকে?

Tamil Nadu Election Results 2021 LIVE:  তামিলনাড়ুতে উঠল স্ট্যালিন ঝড়, এগিয়ে ১৫৭ আসনে

২৩৪টি আসনে ভোট গ্রহণ মিটতেই এ বার ফলাফলের পালা। রাজনীতিতে তামিলনাড়ুর চিরাচরিত রীতি ভেঙে ২০১৬ সালে দ্বিতীয়বারের জন্য গদি দখল করেছিল শাসক দল এআইএডিএমকে। এ বারের বিধানসভা নির্বাচনেও প্রধান লড়াই মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামীর এআইএডিএমকে বনাম বিরোধী নেতা এমকে স্ট্যালিনের ডিএমকের। দুই প্রধান দলের সঙ্গেই জোট বেধে তামিলনাড়ুর নির্বাচনী ময়দানে নেমেছে বিজেপি ও কংগ্রেস। শাসকদল এআইএডিএমকে-র সঙ্গে জোটে মোট ২০টি আসনে লড়েছে বিজেপি, অন্যদিকে ডিএমকে জোটে মোট ২৫ টি আসনে লড়াইয়ের ময়দানে নেমেছিল কংগ্রেস। মোট চার হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। নির্বাচনী ফলাফলের যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 May 2021 09:07 PM (IST)

    জয় নিশ্চিত, ১৫৬ আসনে এগিয়ে ডিএমকে

    তামিলনাড়ু বিধানসভা এ বার ডিএমকে-র দখলে যাচ্ছে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে ভোটগণনার ফল। ২৩৪টি আসনের মধ্যে ১৫৭টি আসনেই এগিয়ে রয়েছে এমকে স্ট্যালিনের দল ডিএমকে। অন্যদিকে ৭৭ টি আসনে এগিয়ে থেকে শাসক দল থেকে বিরোধী দলে পরিণত হচ্ছে এআইএডিএমকে।

  • 02 May 2021 06:35 PM (IST)

    রাহুলের শুভেচ্ছা ডিএমকে প্রধানকে

    তামিলনাড়ুর মসনদে ১০ বছর বাদে বসতে চলেছে ডিএমকে। অন্তিম ফল ঘোষণা না হলেও ১৫২টি আসনে এগিয়ে থাকায় ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা পার করেছে ডিএমকে। এই উপলক্ষ্যেই দলের প্রধান এমকে স্ট্যালিনকে শুভেচ্ছা জানালেন জোটসঙ্গী কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।  তিনি বলেন, “তামিলনাড়ুর মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন এবং আমরা সেই পরিবর্তন আনবই আপনার  নেতৃত্বে।”

  • 02 May 2021 04:39 PM (IST)

    ১৫১ আসনে এগিয়ে ডিএমকে

    দশবছর বাদে তামিলনাড়ুতে পালাবদল প্রায় নিশ্চিত। বিকেল চারটে অবধি ভোট গণনায় জানা গিয়েছে, ১৫১টি আসনে এগিয়ে রয়েছে ডিএমকে, ৮২টি আসনে এগিয়ে রয়েছে এআইএডিএমকে।

  • 02 May 2021 03:36 PM (IST)

    কমিশনের ধমকে বিজয় উৎসব বন্ধ ডিএমকে সমর্থকদের

    করোনা সংক্রমণ মাথায় রেখেই ফল ঘোষমার আগে ও পরে বিজয় উৎসব ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। দলের তরফেও সেই নির্দেশ আসতেই দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরলেন ডিএমকে-র সমর্থকরা।

  • 02 May 2021 03:32 PM (IST)

    স্ট্যালিনের জয় নিশ্চিত হতেই সমর্থকদের উচ্ছ্বাস

  • 02 May 2021 12:47 PM (IST)

    ১৪২টি আসনে এগিয়ে ডিএমকে

    তামিলনাড়ুতে ডিএমকের জয় ধীরে ধীরে নিশ্চিত হয়ে উঠেছে। আপাতত তারা ১৪১ টি আসনে এগিয়ে রয়েছে। শাসকদল এআইএডিএমকে এগিয়ে রয়েছে ৮৮টি আসনে।

  • 02 May 2021 12:33 PM (IST)

    পিছিয়ে গেলেন খুশবু সুন্দর, এগিয়ে ডিএমকে প্রার্থী

    তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ আসন থাউজেন্ড লাইটস। সকালে এই আসনে অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী খুশবু সুন্দর এগিয়ে থাকলেও বেলা গড়াতেই তাঁকে টপকে এগিয়ে যান ডিএমকে প্রার্থী এজ়িলান এন।

  • 02 May 2021 12:27 PM (IST)

    জয়ের দিকে এগোচ্ছেন ডিএমকে নেতা এমকে স্ট্যালিন

    কোলাথুর আসন থেকে ক্রমশ জয়ের দিকে এগোচ্ছেন ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্ট্যালিন।

  • 02 May 2021 11:41 AM (IST)

    ফল ঘোষণার আগেই ডিএমকে সমর্থকদের উল্লাস

    ভোটের ফলে প্রাথমিক দফায় ডিএমকে এগিয়ে থাকার খবর মিলতেই বিজয় উৎসব শুরু দলের সমর্থকদের।

  • 02 May 2021 11:13 AM (IST)

    জয়ের পথে অভিনেতা কমল হাসান

    কোয়াম্বাটোর দক্ষিণ আসন থেকে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন অভিনেতা তথা মক্কাল নিধি মাইয়াম দলের প্রতিষ্ঠাতা কমল হাসান। আপাতত গণনা অনুযায়ী, এই আসনে এগিয়েই রয়েছেন কমল হাসান।

  • 02 May 2021 10:48 AM (IST)

    পাল্লা ভারী ডিএমকে-র দিকে, পিছিয়ে নেই এআইএডিএমকে-ও

    নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, তামিলনাড়ুতে ১৭০টি আসনের মধ্যে ৭৬টি আসনে এগিয়ে রয়েছে ডিএমকে, এরপরই রয়েছে শাসকদল এআইএডিএমকে, তারা আপাতত ৬৮টি আসনে এগিয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে তিনটি আসনে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে আটটি আসনে।

    কোন আসনে এগিয়ে কোন দল?

  • 02 May 2021 10:21 AM (IST)

    নিজের কেন্দ্রে এগিয়ে মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী

    তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী আপাতত এগিয়ে রয়েছেন নিজের কেন্দ্র ইড্ডাপাড্ডি থেকে। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুসারে শাসক দল এআইএডিএমকে মোট ৮৮টি আসনে এবং বিরোধী দল ডিএমকে ১১৭টি আসনে এগিয়ে রয়েছে।

  • 02 May 2021 10:10 AM (IST)

    ভোট কেন্দ্রে পৌঁছলেন ডিএমকে প্রার্থী উদয়নিধি স্ট্যালিন

    ভোট কেন্দ্রে পৌঁছলেন তামিলনাডুর চিপুক কেন্দ্রের প্রার্থী উদয়নিধি স্ট্যালিন। তিনি চেন্নাইয়ের কুইন ম্যারিস কলেজে  যান।

  • 02 May 2021 10:02 AM (IST)

    তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে

    ভোট গণনা শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই দেখা যাচ্ছে, তামিলনাড়ুতে আপাতভাবে এগিয়ে রয়েছে ডিএমকে। তারা মোট ৭৭টি আসনে এবং এআইএডিএমকে ৩৪টি আসনে এগিয়ে রয়েছে।

  • 02 May 2021 08:39 AM (IST)

    পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে ডিএমকে

    তামিলনাড়ুতে পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই জানা গিয়েছে, আপাতত তিনটি আসনে এগিয়ে রয়েছে ডিএমকে।

  • 02 May 2021 08:06 AM (IST)

    শুরু হতে চলেছে ভোটগণনা

    রবিবার সকাল আটটা থেকে শুরু হতে চলেছে ভোটগণমনা। তার আগেই চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।

  • 02 May 2021 07:37 AM (IST)

    ১০ বছর বাদে জয়ের মুখ দেখতে পারে ডিএমকে

    এআইএডিএমকে নয়, তামিলনাড়ুতে ১০ বছরের ব্য়বধানে ফের ক্ষমতায় ফিরতে পারে এমকে স্ট্যালিনের ডিএমকে। TV9 বাংলা এবং পোলস্ট্র্যাটের করা সমীক্ষা অনুযায়ী, তামিলনাড়ুর ২৩৪ টি আসনের মধ্যে ১৪৩-১৫৩ টি আসন নিয়ে সেখানে ক্ষমতা দখল করতে চলেছে ডিএমকে জোট। অন্যদিকে, এআইএডিএমকে-র ঝুলিতে আসতে পারে বড়জোড় ৭৫ থেকে ৮৫ আসন। অন্যান্যদের পক্ষে ২-১২ টি আসন আসার সম্ভাবনা রয়েছে।

Published On - May 02,2021 9:07 PM

Follow Us: