AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali: দেশের ৯ লক্ষ কোটির আমদানি খরচ অনেকটাই কমে যেতে পারে, মালেশিয়ার সঙ্গে বড় চুক্তি পতঞ্জলির

Patanjali: পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে ইতিমধ্যেই বিশ্ব তালিকায় বৃহত্তম ভোজ্য তেল আমদানিকারক দেশ হিসাবে উঠে এসেছে ভারত। পতঞ্জলির এই পরিকল্পনা আগামীতে ভারতের ভোজ্যতেল আমদানির খরচ অনেকটাই সাহায্য করবে বলে মত ওয়াকিবহাল মহলের।

Patanjali: দেশের ৯ লক্ষ কোটির আমদানি খরচ অনেকটাই কমে যেতে পারে, মালেশিয়ার সঙ্গে বড় চুক্তি পতঞ্জলির
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Jun 22, 2025 | 4:54 PM
Share

নয়া দিল্লি: শুধু জ্বালানি তেল নয়, বিশ্ববাজার থেকে বিশাল পরিমাণ ভোজ্য তেলও আমদানি করে ভারত। গুণতে হয় লক্ষ লক্ষ কোটি টাকা। এবার সেই দেশের মাটিতেই সেই তেল উৎপাদনে বড় ভূমিকা নিতে চলেছে পতঞ্জলি। যার জেরে আমদানি খাতে ভারতের খরচ অনেকটাই কমে যেতে পারে। সূত্রের খবর, চলতি বছরের মধ্যে ভোজ্য তেল রফতানির ক্ষেত্রে ভারতের খরচ পৌঁছে যেতে পারে ১০৪ বিলিয়ন ডলার অর্থাৎ ৯ লক্ষ কোটি টাকা পর্যন্ত। এই তথ্য বলে দেয় ভারতের ভোজ্য তেলের কী বিপুল পরিমাণ চাহিদা রয়েছে। কিন্তু, এরইমধ্যে আশার কথা শোনাচ্ছে পতঞ্জলি। 

মালয়েশিয়ার সরকারি সংস্থা সাওত কিনাবালু গ্রুপের সঙ্গে বড় চুক্তি সাক্ষর করে ফেলেছে পতঞ্জলি। ইতিমধ্যেই পতঞ্জলি গ্রুপকে ১৫ লক্ষ পাম গাছের বীজ দিয়ে দিয়েছে এই সংস্থা। চুক্তি হয়েছে ৫ বছরের। এই সময়কালের মধ্যে ৪০ লক্ষ বীজ দেওয়া হবে পতঞ্জলি। তা দিয়েই দেশেই পাম ওয়েল তৈরি করতে চলেছে পতঞ্জলি। 

২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের ভোজ্য তেল আমদানি খাতে খরচ হয়েছিল ৯৬.১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে ইতিমধ্যেই বিশ্ব তালিকায় বৃহত্তম ভোজ্য তেল আমদানিকারক দেশ হিসাবে উঠে এসেছে ভারত। পতঞ্জলির এই পরিকল্পনা আগামীতে ভারতের ভোজ্যতেল আমদানির খরচ অনেকটাই সাহায্য করবে বলে মত ওয়াকিবহাল মহলের।