Arvind Kejriwal: দিল্লির নির্বাচন নিয়ে বড় বার্তা কেজরীবালের, ধাক্কা খাবে ‘ইন্ডিয়া’?

Dec 01, 2024 | 5:19 PM

Arvind Kejriwal: লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে বিরোধীরা একজোট হয়। তৈরি হয় ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচনে জিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কেন্দ্রে ফের সরকার গঠন করে। গত কয়েকমাসে ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

Arvind Kejriwal: দিল্লির নির্বাচন নিয়ে বড় বার্তা কেজরীবালের, ধাক্কা খাবে ইন্ডিয়া?
অরবিন্দ কেজরীবাল

Follow Us

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে দিল্লিতে জোট করে লড়েছিল আম আদমি পার্টি ও কংগ্রেস। কিন্তু, দিল্লির ৭টি লোকসভা আসনই জেতে বিজেপি। আর কয়েকমাস পরই সেখানে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে কি কংগ্রেসের সঙ্গে জোট করবে আপ? রবিবার এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। এদিন তিনি যা বার্তা দিলেন, তাতে ধাক্কা খেতে পারে বিরোধীদের ইন্ডিয়া জোট।

কী বললেন কেজরীবাল?

বর্তমানে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আপ। পাঁচ বছর আগে দিল্লিতে বিধানসভা নির্বাচনে একাই লড়াই করেছিল কেজরীবালের দল। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৬২টি জিতে ক্ষমতা দখল করে। আর কয়েকমাস পর দিল্লিতে বিধানসভা নির্বাচন। প্রশ্ন উঠছে, আসন্ন নির্বাচনে কি লোকসভার মতো কংগ্রেসের সঙ্গে জোট করবে আপ? এদিন সাংবাদিক বৈঠকে এই নিয়ে কেজরীবাল স্পষ্ট জানিয়ে দিলেন, “দিল্লিতে বিধানসভা নির্বাচনে কোনও জোট হবে না।” তাঁর বক্তব্য, “কংগ্রেস কিংবা ইন্ডিয়া ব্লকের কোনও শরিকেরই সঙ্গে জোট হবে না। একাই লড়বে আপ।”

লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে বিরোধীরা একজোট হয়। তৈরি হয় ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচনে জিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কেন্দ্রে ফের সরকার গঠন করে। গত কয়েকমাসে ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। লোকসভা নির্বাচনের পর হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আপের আসনরফা নিয়ে বৈঠক হয়েছিল। কিন্তু, সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। ফলে হরিয়ানায় একা প্রতিদ্বন্দ্বিতা করে আপ। সেখানে জয়ী হয় বিজেপি। জম্মু ও কাশ্মীরে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট হলেও আলাদা করে প্রার্থী দেয় আপ।

এবার আপ সুপ্রিমো জানিয়ে দিলেন, দিল্লিতে বিধানসভা নির্বাচনে তাঁর দল কারও সঙ্গে জোট করবে না। ফলে ইন্ডিয়া জোটের অন্য শরিকদের আপের বিরুদ্ধেই লড়তে হবে। বিশেষ করে আপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে কংগ্রেসকে। ফলে ইন্ডিয়া জোটের গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠছে।

 

Next Article