গঞ্জম: করোনার ধাক্কায় কাবু ভারত (India)। এক রিপোর্ট অনুযায়ী এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ভয়ানক পরিস্থিতি ভারতের। এবং এই পরিস্থিতি নাকি সমলে উঠতে ভারতের অন্তত আড়াই বছর সময় লাগবে। সংক্রমণ রুখতে নানা জায়গায় লকডাউন (Lockdown) জারি হয়েছে। তবু আটকানো যাচ্ছে না মারণ ভাইরাসকে। ইতিমধ্যেই মৃত্যুর তালিকায় সারা বিশ্বে তিন নম্বরে উঠে এসেছে ভারতের নাম।
দুশ্চিন্তায় রয়েছে দেশবাসী। মানুষের রুজিরুটিতে টান পড়েছে। ধ্বসে পড়েছে অর্থনীতি। কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে বেসামাল ভারত। এমন সময় কিছুটা আশার আলো দেখাল ওড়িশার ছোট্ট এক গ্রাম। এই গ্রামে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়নি কেউ। ২০২০ সালে ভারতে করোনা আসার পর থেকে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়নি এই গ্রামের কোনও বাসিন্দা। গ্রামের নাম করনজারা।
ওড়িশার গঞ্জম জেলার এই ছোট গ্রামের দিকেই এখন তাকিয়া আছে দেশবাসী। এই গ্রামে ২৬১টি পরিবারের বসবাস। ১ হাজার ২৩৪ জন বাস করেন করনজারা গ্রামে। এখনও পর্যন্ত এই গ্রামের কোনও বাসিন্দার করোনায় আক্রান্ত হওয়ার খবর নেই। চলতি বছর জানুয়ারি মাসে ৩২ জনের কোভিড পরীক্ষা হলেও কারও রিপোর্ট পজিটিভ আসেনি। জানা গিয়েছে, গ্রামীর প্রত্যেকেই করোনার সুরক্ষা বিধি সচেতন ভাবে মেনেছে। সে করণেই এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়নি এই গ্রামের কোনও মানুষ।