Abhishek Banerjee: জমি শক্ত করতে এবার আসরে অভিষেক, গোয়া সফরে যাচ্ছেন সাংসদ
TMC in Goa: গত মাসেই গোয়া গফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরকালে দলে যোগ দেন লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি সহ অনেকেই।
কলকাতা : সদ্য গোয়া (Goa) সফর সেরে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংগঠন তৈরির কাজ শুরু হয়েছিল আগেই। সফরে গিয়ে রাজনৈতিক চমকও দিয়েছেন তৃণমূল নেত্রী। তবে শুধু পরিচিত মুখ দিয়েই রাজনীতি হয় না, অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে শিকড়ে পৌঁছতে হবে। সম্ভবত সেই কাজ করতেই এবার ত্রিপুরার পাশাপাশি গোয়াতেও যাতায়াত বাড়াচ্ছেন নেতা-নেত্রীরা। মমতা ফেরার পরই এবার গোয়া সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নভেম্বরেই গোয়া যাচ্ছেন তিনি।
তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, ১০, ১১ ও ১২ নভেম্বর গোয়া সফরে যাবেন অভিষেক। সেখানে তাঁর একাধিক দলীয় কর্মসূচি থাকবে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই গোয়া সফর সেরেছেন মমতা। আর তাঁর সফরের পর গোয়ার আঞ্চলিক দল, গোয়া ফরওয়ার্ড পার্টির তৃণমূলের হাত ধরার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সম্ভাবনা এগিয়ে নিয়ে যেতেই এবার অভিষেক গোয়ায় যাচ্ছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
২০২২-এর ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা ভোট। তার আগে, ঘর গুছিয়ে নিতে চাইছে তৃণমূল। এমনকি সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ভোটে লড়তে তাঁর কোনও আপত্তি নেই। তবে, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।
মমতার গোয়া সফরের পর একের পর এক বিরোধী নেতা সফরে ক্রমেই চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে গোয়া। রাহুল গান্ধীর পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবাল একদিনের সফরে সৈকত শহরে যাওয়ার কথা জানিয়েছেন। টুইটারে তিনি জানিয়ছেন, “আমাদের জীবনে ধর্মীয় স্থানের গুরুত্ব অপরিসীম। ভগবানের আশীর্বাদেই আমরা জীবনে চলার পথে নতুন পথের সন্ধান পাই এবং কাজ করে যাওয়ার শক্তি মেলে। কাল আমি গোয়ার ভাই বোনদের সঙ্গে দেখা করার জন্য আসছি।”
গত ২৮ অক্টোবর তিন দিনের গোয়া সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন প্রখ্যাত অভিনেত্রী নাফিসা আলি ও গোয়ার উদ্যোগপতি মৃণালিনী দেশপ্রভুও। এরই মধ্যে বিধায়ক তথা গোয়ার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই মমতার সঙ্গে দেখাও করেন। তার আগে তিনি টুইটে লেখেন, ‘বিজেপিকে টক্কর দিতে গোয়ায় একটা শক্তিশালী টিম তৈরি করতে দু বছর ধরে অপেক্ষা করছি। দুর্নীতিতে ভরা বিজেপি সরকারকে শেষ করতে বিরোধী ঐক্য গুরুত্বপূর্ণ। ২০২২-এর কথা গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’
রাজনৈতিক দিক থেকে বিজয়ের সঙ্গে মমতার এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিজয় সরদেশাইয়ের দল, গোয়া ফরওয়ার্ড পার্টি মমতার হাত ধরলে গোয়ায় ঘরোয়া রাজনীতির অঙ্কে তৃণমূল অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক হল। যদিও জোট নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি কোনও পক্ষই।
আরও পড়ুন: ‘পারিবারিক রসায়ন, প্রতিবেশীরা দু-চার দিন আলোচনা করবে’