AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Banerjee: মমতার বৈঠকের পরই বড় সিদ্ধান্ত, চিফ হুইপ পদে ইস্তফা কল্যাণের

Kalyan Banerjee: সিনিয়র সাংসদ হিসেবে লোকসভায় বিশেষ দায়িত্ব ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর দায়িত্বে বদল হয়।

Kalyan Banerjee: মমতার বৈঠকের পরই বড় সিদ্ধান্ত, চিফ হুইপ পদে ইস্তফা কল্যাণের
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়
| Edited By: | Updated on: Aug 04, 2025 | 6:04 PM
Share

নয়া দিল্লি: লোকসভায় সাংসদদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার ভার্চুয়াল বৈঠকে সে কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। দলেরই দুই সাংসদের মধ্যে দ্বন্দ্ব যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, সে কথাও বুঝিয়ে দিয়েছেন মমতা। আর সেই বৈঠকের পরই বড় সিদ্ধান্ত নিলেন শ্রীরামপুরের সাংসদ। বৈঠক থেকে বেরিয়েই ইস্তফা দিলেন দলের চিফ হুইপ পদে।

সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব থেকেও এদিন সরিয়ে দেওয়া হয়েছে কল্যাণকে। মমতার নির্দেশ অনুসারে, এবার থেকে দলনেতা হিসেবে দায়িত্ব সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রতিদিনের কার্যকলাপের সমন্বয় করবেন কাকলি ঘোষ দস্তিদার।

সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় সাংসদদের বলেছেন, দুই সাংসদের দ্বন্দ্ব কখনই দলের থেকে বড় নয়। কোনও নাম নেননি তিনি। তবে মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের কথা বলা হয়েছে বলে মনে করছেন বাকি সাংসদরা। কারণ কয়েকদিন আগে দুই সাংসদের সংঘাত চরমে পৌঁছেছিল। একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

এদিন বৈঠক শেষ হওয়ার পরও ফের মহুয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কল্যাণ। এরপরই চিফ হুইপ পদে ইস্তফা দেন তিনি।