AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahua Moitra: মহুয়ার বিয়ে নিয়ে শোরগোল, জানুন পাত্রের পরিচয়

Mahua Moitra Marriage: দেশে নয়, দেশের বাইরে চুপিসাড়ে বিয়ে সেরেছেন দুই সাংসদ। গত ৩ মে তারা জার্মানিতে বিয়ে করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন তাদের বিয়ের ছবি।

Mahua Moitra: মহুয়ার বিয়ে নিয়ে শোরগোল, জানুন পাত্রের পরিচয়
বিয়ে করলেন মহুয়া মৈত্র। পাত্র কে?Image Credit: X
| Updated on: Jun 06, 2025 | 6:13 AM
Share

নয়া দিল্লি: সাত পাকে বাঁধা পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)? এমন খবরেই বাড়ল জল্পনা। ছবি প্রকাশ্যে আসতেই সাংসদের বিয়ের জল্পনা ছড়িয়ে পড়েছে। তাঁর সঙ্গে যাঁকে দেখা যাচ্ছে সেইপাত্র’ কে জানেন? তিনি একজন প্রাক্তন সাংসদ। ওড়িশার বিজু জনতা দলের নেতা তথা পুরীর চারবারের সাংসদ পিনাকী মিশ্র (Pinaki Misra)। যদিও মহুয়া মৈত্র নিজে এই বিয়ের সত্যতা স্বীকার করেননি।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশে নয়, দেশের বাইরে চুপিসারে বিয়ে সেরেছেন দুই সাংসদ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন তাদের বিয়ের ছবি। পাত্রীকে তো সকলে চেনেন। তবে পিনাকী মিশ্র কে?

ওড়িশার ছেলে পিনাকী মিশ্র। ১৯৫৯ সালে জন্ম তাঁর। সংসদীয় কেরিয়ার শুরু ১৯৯৬ সাল থেকে। কংগ্রেসের টিকিটে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ব্রজ কিশোর ত্রিপাঠীকে হারিয়েই সংসদে পা রেখেছিলেন পিনাকী মিশ্র। পুরী লোকসভা কেন্দ্রের সাংসদ হন। এরপর এক দশকের ব্য়বধানের পর, ২০০৯ সালে তিনি ফের লোকসভা নির্বাচনে দাঁড়ান, তবে এবার বিজেডির টিকিটে। ২০১৯ সাল পর্যন্ত তিনি পুরীর সাংসদ ছিলেন। ২০২৪ সালেও তাঁর লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার কথা থাকলেও, শেষে সরে দাঁড়ান। বিজেপি সাংসদ সম্বিত পাত্র ওই আসনে সাংসদ হন।

পিনাকী মিশ্র স্ট্যান্ডিং কমিটি অন ফিন্যান্স, বিজনেস অ্যাডভাইসরি কমিটির মতো সংসদের একাধিক শীর্ষ কমিটিতেও ছিলেন। তবে তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।

প্রসঙ্গত, এটি মহুয়া মৈত্রের দ্বিতীয় বিয়ে। তিনি এর আগে লার্স ব্ররসন নামক এক ড্যানিশ ব্যাঙ্কারকে বিয়ে করেছিলেন। পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বছর খানেক আগে যখন ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন বিতর্ক সামনে আসে, তখনই জানা গিয়েছিল, সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল মহুয়া মৈত্রের। জয় অনন্ত তাঁর বিরুদ্ধে যখন ঘুষ নেওয়ার অভিযোগ আনেন, তখন মহুয়া তাঁকে ‘জিল্টেড এক্স’ বলেও কটাক্ষ করেছিলেন।

অন্যদিকে, পিনাকী মিশ্রেরও এটি দ্বিতীয় বিয়ে। আগের পক্ষের একটি ছেলে ও মেয়েও আছে।