নয়া দিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে বহু মৃত্য দেখেছে দেশ। কার্যত মৃত্যুর ভয়াল রূপ দেখেছে দেশের সব প্রান্তই। আর যাঁরা এই লড়াইতে একেবারে সামনের সারিতে থাকনে, সেই চিকিৎসকদের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। গত বছরও অনেক চিকিৎসকের মৃত্যু হয়েছিল ভারতে। তবে এ বছর বেশির ভাগ চিকিৎসককেই ভ্যাকসিন দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কয়েকশ’ চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দেওয়া পরিসখ্যান অনুযায়ী, দ্বিতীয় তরঙ্গের কালে মৃত্যু হয়েছে ৭৩০ জন চিকিৎসকের। এর মধ্যে সবথেকে বেশি মৃত্যু ভারতে।
জানা গিয়েছে, শুধু বিহারেই মৃত্যু হয়েছে ১১৫ জন চিকিৎসকের। দিল্লিতে ১০৯ জনের, উত্তরপ্রদেশে ৭৯ জনের, অন্ধ্রপ্রদেশে ৩৮ জনের, তেলেঙ্গানায় ৩৭ জনের, কর্ণাটকে ৯ জনের, কেরলে ২৪ জন, ওড়িশায় ৩১ জন ও মহারাষ্ট্রে ২৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: রাজ্যে পজিটিভিটির হার নামল ৫ শতাংশে, কমল দৈনিক মৃত্যু, রইল করোনার জেলাওয়াড়ি তথ্য…
অন্য দিকে, দেশে ক্রমশ কমছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন, মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪২ জনের। অন্যদিকে একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭ হাজার ৬২৮ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৯৬ লক্ষ ৩৩ হাজার ১০৫-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮৩ লক্ষ ৮৮ হাজার ১০০ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩-এ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩২। এখনও অবধি দেশে মোট টিকা পেয়েছেন ২৬ কোটি ১৯ লক্ষ ৭২ হাজার ১৪ জন।