Train Accident: ফের রেল দুর্ঘটনা, আগরতলায় লাইনচ্যুত লোকমান্য-তিলক এক্সপ্রেস

Train Accident: আগরতলা স্টেশন ছেড়ে দূরপাল্লার ট্রেনটি ডিবালং স্টেশনের দিকে এগোচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। লুমডিং এবং বরদারপুর হিল ডিভিশন স্টেশনের মধ্যে ঘটনাটি ঘটে।

Train Accident: ফের রেল দুর্ঘটনা, আগরতলায় লাইনচ্যুত লোকমান্য-তিলক এক্সপ্রেস
লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2024 | 6:13 PM

আগরতলা: ফের ভয়াবহ দুর্ঘটনা। ট্র্যাক থেকে ছিটকে গেল ট্রেন। বৃহস্পতিবার ত্রিপুরার আগরতলার কাছে লাইনচ্যুত লোকমান্য-তিলক এক্সপ্রেস। লাইনচ্যুত আটটি বগি। এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই।

বৃহস্পতিবার দুপুরে লোকমান্য তিলক এক্সপ্রেস আগরতলা ছেড়ে এগোচ্ছিল। লুমডিং ডিভিশনের ডিবালং স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় সেই ট্রেন। দুপুর ৩টে ৫৫ মিনিটে লুমডিং ও বদরপুর হিল সেকশনের কাছে ঘটনাটি ঘটে। ইঞ্জিন, পাওয়ার কার সহ মোট ৮টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি রেলের তরফে।

কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন। রয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। লুমডিং-বদরপুর লাইনে সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। ০৩৬৭৪ ২৬৩১২০ ও ০৩৬৪৭ ২৬৩১২৬ নম্বরে ফোন করে যোগাযোগ করা হয়েছে।

হাতে গোনা কয়েকদিন আগেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে রেলে। দ্বারভাঙ্গা এক্সপ্রেস ও একটি মালগাড়ি দুর্ঘটনা কবলে পড়ে। তামিলনাড়ুর গুম্মুদিপুন্ডির কাছে কাভারাপেট্টাইতে ঘটনাটি ঘটে গত ১০ অক্টোবর, শুক্রবার। দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পিছনে গিয়ে ধাক্কা মারে দ্বারভাঙ্গা এক্সপ্রেস। প্রশ্ন ওঠে, একটি ট্রেন দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কীভাবে এক্সপ্রেস ট্রেন লাইনে ঢুকে পড়ল? কয়েকদিন কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা।