26/11 Mumbai Attack Trial: ৭ বছর পর ফের শুরু হতে চলেছে ২৬/১১ মুম্বই হামলার শুনানি!
26/11 Mumbai Attack: আবুর অভিযোগ, তাঁকে সৌদি আরব থেকে ভারতে অবৈধ ভাবে প্রত্যর্পণ করানো হয়েছিল। আদালতে এতদিন শুনানি স্থগিত থাকার কারণও এই বিবাদই। যদিও এরপর ২০১৬ সালে অন্য একটি সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্রান্ত মামলায় তাঁকে যাবজ্জীবন সাজা শোনায় আদালত। সেই থেকেই জেলবন্দি জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দাল।

মুম্বই: ২৬/১১ মুম্বই হামলা নিয়ে ফের শুরু হতে চলেছে শুনানি। দীর্ঘ ৭ বছরের টালবাহানা ও শুনানি স্থগিত থাকার পর অবশেষে মুম্বইয়ের ট্রায়াল কোর্টে এই মামলা পুনরায় শুরু হওয়ার পথ প্রশস্ত করে দিয়েছে বম্বে হাইকোর্ট। মুম্বই সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের হাতে একমাত্র জীবিত অভিযুক্ত ছিল কসাব। সেই বিচারকাজ কবে শেষ হয়েছে। কিন্তু বাকি থেকে গিয়েছে এই হামলার সঙ্গে জড়িত মাস্টারমাইন্ডদের সাজা দেওয়ার কাজ। যার অন্য়তম উদাহরণ একদিকে তাহাউর রানা। অন্য়দিকে, জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দাল।
২০১৮ সাল থেকে এই জাবিউদ্দিন আনসারির মামলার শুনানি স্থগিত হয়ে রয়েছে। মুম্বই হামলার অন্যতম মূলচক্রীদের মধ্য়ে একজন এই আবু, দাবি তদন্তকারীদের। কসাব-সহ ১০ জন সন্ত্রাসবাদীকে হিন্দি শেখানোর দায়িত্ব ছিল এই আবুর। এমনকি, ভারতে প্রবেশের পর কোথায় যেতে হবে, কী রকম আচরণ করতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে, এই সবের দায়িত্ব আবুই পালন করেছেন বলে অভিযোগ। বর্তমানে মুম্বইয়েই একটি জেলে বন্দি রয়েছে ‘মাস্টারমাইন্ড’ আবু জুন্দাল।
২০১২ সালে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। যদিও আবুর অভিযোগ, তাঁকে সৌদি আরব থেকে ভারতে অবৈধ ভাবে প্রত্যর্পণ করানো হয়েছিল। আদালতে এতদিন শুনানি স্থগিত থাকার কারণও এই বিবাদই। যদিও এরপর ২০১৬ সালে অন্য একটি সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্রান্ত মামলায় তাঁকে যাবজ্জীবন সাজা শোনায় আদালত। সেই থেকেই জেলবন্দি জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দাল।
কেন এত টালবাহানা?
২০১৮ সালে শুনানি পর্বে আবুর গ্রেফতারি নিয়ে যখন আদালতে যুযুধান দুই পক্ষ। সেই সময় ‘জঙ্গি কার্যকলাপে যুক্ত’ আবু, আদালতের কাছে কেন্দ্র সরকারকে তাঁর গ্রেফতারি সংক্রান্ত নথি পেশ করার দাবিতে আর্জি জানায়। আবু জুন্দালের সেই আর্জি মঞ্জুর করে আদালত। দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয় নথি পেশ করার। এরপরই তুঙ্গে ওঠে পারদ। ট্রায়াল কোর্টের নির্দেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা করে দিল্লি পুলিশ, দেশের বিদেশমন্ত্রক। ট্রায়াল কোর্টের নির্দেশকে স্থগিত করার আর্জি জানায় তাঁরা। পাশাপাশি, আবু জুন্দাল সংবেদনশীল নথি চাইছেন বলেই অভিযোগ তোলে সরকার পক্ষ। এই স্থগিতাদেশের আবেদনের জেরেই এতদিন ঝুলেছিল শুনানি। অবশেষে সোমবার বম্বে কেন্দ্রের আবেদনকে বহাল রেখেছে। খারিজ হয়েছে ট্রায়াল কোর্টের নির্দেশ। যার জেরে নতুন করে গতি পেতে চলেছে মুম্বই হামলার শুনানি।
