AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NHRC seeks report from Tripura: হিংসা রুখতে কী কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন? ৪ সপ্তাহের মধ্যে ত্রিপুরার থেকে রিপোর্ট চাইল মানবাধিকার কমিশন

National Human Rights Commission: সাকে গোখলের বক্তব্য, উত্তর ত্রিপুরায় বিশ্ব হিন্দু পরিষদের তরফে একটি সভা ও মিছিল করা হয়েছিল। সেই সময় সেখানকার ধর্মীয় সংখ্যালঘুদের একটি প্রার্থনাস্থলে ভাঙচুর চালানো হয়।

NHRC seeks report from Tripura: হিংসা রুখতে কী কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন? ৪ সপ্তাহের মধ্যে ত্রিপুরার থেকে রিপোর্ট চাইল মানবাধিকার কমিশন
ত্রিপুরা সরকারের থেকে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Nov 03, 2021 | 4:38 PM
Share

নয়া দিল্লি ও আগরতলা : ত্রিপুরায় (Tripura) সম্প্রতি যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ন্ত্রণে আনতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission)। ত্রিপুরার মুখ্যসচিব এবং ত্রিপুরা পুলিশের ডিজিপিকে বিস্তারিত রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন।

ত্রিপুরায় সাম্প্রতিক রাজনৈতিক হিংসা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর হিংসার যে অভিযোগগুলি প্রকাশ্যে আসছিল, সেগুলি তুলে ধরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র তথা সমাজ কর্মী সাকে গোখলে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই ত্রিপুরার মুখ্যসচিব এবং ত্রিপুরা পুলিশের ডিজিপির থেকে রিপোর্ট তলব করেছে কমিশন।

তৃণমূল মুখপাত্র তাঁর অভিযোগে জানিয়েছিলেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর সম্প্রতি হিংসার অভিযোগ প্রকাশ্যে আসছিল, তা দেখার পরেও রাজ্য প্রশাসনের অবস্থান ছিল কার্যত হামলাকারীদের পাশে দাঁড়ানোর সমান। তিনি আরও জানিয়েছেন, এই সাম্প্রদায়িক অস্থিরতার কারণে সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে একটি আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবি করেছেন তিনি।

এর পাশাপাশি তাঁর আরও অভিযোগ, ত্রিপুরার শাসক দলের কর্মীরা তৃণমূলের রাজনৈতিক কর্মসূচির উপর হামলা চালাচ্ছে। এ রকমই এক রাজনৈতিক হিংসার ঘটনায় তৃণমূলের এক সাংসদ এবং বেশ কয়েকজন দলীয় কর্মী আক্রান্ত হয়েছে। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, জিনিসপত্র চুরি করা হয়েছে।

সাকে গোখলের বক্তব্য, উত্তর ত্রিপুরায় বিশ্ব হিন্দু পরিষদের তরফে একটি সভা ও মিছিল করা হয়েছিল। সেই সময় সেখানকার ধর্মীয় সংখ্যালঘুদের একটি প্রার্থনাস্থলে ভাঙচুর চালানো হয়। মিছিলে অংশগ্রহণকারীরা এলাকার দুটি দোকানে আগুন লাগিয়ে দিয়েছিল।

অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখে জাতীয় মানবাধিকার কমিশন এই অভিযোগের প্রতিলিপি ত্রিপুরার মুখ্যসচিব এবং ডিজিপির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিস্তারিত রিপোর্ট চার সপ্তাহের মধ্যে জমা করতে বলা হয়েছে। এর পাশাপাশি, রাজ্য মানবাধিকার কমিশনের তরফেও বিষয়টি নিয়ে কোনও নির্দেশ প্রশাসনকে দেওয়া হয়েছে কিনা, তাও উল্লেখ করতে বলা হয়েছে। যদি কোনও নির্দেশ দেওয়া হয়ে থাকে, তবে তার কপিও চার সপ্তাহের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, ত্রিপুরা পুলিশ এই ঘটনা নিয়ে কয়েক দিন আগেই জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের ওই মিছিলকে কেন্দ্র করে যে অভিযোগগুলি উঠে আসছিল, সেই সংক্রান্ত বিষয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে ভুয়ো ছবি। তাদের বক্তব্য ছিল, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টায় প্রার্থনাস্থল ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার ছবি পোস্ট করা হচ্ছে ভুয়ো অ্যাকাউন্ট থেকে।

আরও পড়ুন : PM Modi: “১০০ কোটি টিকা দেওয়ার পরেও একটুও ঢিলেমি দিলে নতুন বিপদ আসতে পারে”, জেলাশাসকদের বৈঠকে সতর্কবার্তা প্রধানমন্ত্রী মোদীর

ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?