জার্মানি: স্টুটগার্ডে শুরু হয়েছে News9 গ্লোবাল সামিট। ভারত ও জার্মানি- দুই দেশের সম্পর্ক যাতে আরও পোক্ত হয়, তার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনায় জোর দেওয়া হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলছেন। সেই সম্মেলনের মঞ্চে উঠে এল ক্রেতা অর্থাৎ কনজিউমার মার্কেটের বিষয়। দুই দেশের গ্রাহক বা ক্রেতার চরিত্র কেমন, এই মুহূর্তে কী পরিস্থিতি, তা নিয়ে আলোচনা হয়েছে।
স্টুটগার্টের এমএইচপি এরিনা স্টেডিয়ামে চলছে সেই সম্মেলন। ‘শ্রীনগর টু স্টুটগার্ট: দ্য কনজিউমার স্টোরি’ শীর্ষক একটি আলোচনার আয়োজন করা হয়েছিল প্রথম দিনই।
বর্তমানে ভারতের কনজিউমার মার্কেট বিশ্বের পঞ্চম বৃহত্তম। আগামী ২০২৬-এর মধ্যে সেই মার্কেট তৃতীয় বৃহত্তম করার লক্ষ্য রয়েছে ভারতের। বিশেষত তরুণ প্রজন্মের গ্রাহকদের ক্ষেত্রে বেশি জোর দেওয়া হচ্ছে। প্যানেলের অন্যতম সদস্য তথা স্টুটগার্ট এয়ারপোর্টের সিইও উলরিচ হিপ্পি উল্লেখ করেছেন, দুই দেশের তরুণ প্রজন্মের কনজিউমারদের মধ্যে বিশেষ তফাৎ নেই। এর আগে ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই প্রসঙ্গ উল্লেখ করে উলরিচ হিপ্পি বলেন, ‘ভারতের কাছে বিপুল বুদ্ধিমত্তা আছে। বহু শিক্ষিত মানুষ রয়েছে সভারতে। আমেদাবাদে কাজ করতে গিয়ে আমার খুব ভাল লেগেছিল।’
সাম্প্রতিককালে ভারতের তরুণ প্রজন্ম কীভাবে বদলে গিয়েছে, সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন আর এক প্যানেলিস্ট শুভ্রাংশু সিং। টাটা মোটরস-এর সিএমও শুভ্রাংশু সিং বলেন, ‘যদি কোনও শিশুকে বলা হয়, স্পার্টফোনে গেম না খেলে রুবিক কিউব খেলতে, তাহলে তারা শুনবে না।’
ভারত ও জার্মানি তাদের কনজিউমার মার্কেটে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য কী করতে পারে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। ‘ফ্লিক্সিবাস’- এর ডিরেক্টর দিকদ্যুতি সেন এই প্রসঙ্গে আলোচনা করেছেন। গোটা বিশ্বের কনজিউমার মার্কেটের কথা উঠে এসেছে সেখানে।
সেই সম্মেলনে আজ, ২২ নভেম্বর, সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘বিকশিত ভারত’ সম্পর্কে কথা বলবেন তিনি।