EV থেকে কেন দূরত্ব রাখছে মারুতি? মাহিন্দ্রার ভবিষ্যতই বা কী? WITT-তে বলবেন দুই কর্তা

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 24, 2024 | 1:32 PM

What India Thinks Today: দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে 'হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে' কনক্লেভের। এটি কনক্লেভের দ্বিতীয় সংস্করণ। ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি অবধি অনুষ্ঠিত এই কনক্লেভে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

EV থেকে কেন দূরত্ব রাখছে মারুতি? মাহিন্দ্রার ভবিষ্যতই বা কী? WITT-তে বলবেন দুই কর্তা
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি। এই ভারতীয় কোম্পানি না থাকলে, দেশের অটোমোবাইল সেক্টরে ব্যাপক পরিবর্তন বা উন্নয়ন হত না। বর্তমানে বৈদ্যুতিক গাড়ির দিকেই ঝুঁকছে সব দেশ। ভারতও ধীরে ধীরে সেই পথেই এগোচ্ছে। এই পরিস্থিতিতেই মারুতি সুজুকি সংস্থা কিন্তু দূরত্ব বজায় রেখে বরং হাইব্রিড গাড়ি তৈরির দিকেই ঝুঁকছে। এর পিছনে কী বিশেষ কোনও লক্ষ্য বা কৌশল রয়েছে? এই সমস্ত প্রশ্নেরই উত্তর মিলবে দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক TV9-এর ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভের দ্বিতীয় সংস্করণে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মারুতি সুজুকির চেয়ারম্যান আর.সি ভার্গব ও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের সিইও অনীশ শাহ।

দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভের। এটি কনক্লেভের দ্বিতীয় সংস্করণ। ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি অবধি অনুষ্ঠিত এই কনক্লেভে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সহ একাধিক শীর্ষ নেতৃত্বরা। এছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অংশ নেবেন এই কনক্লেভে।

শুধু রাজনীতি নয়, ক্রীড়া থেকে বিনোদন, শিল্প ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও এই সম্মেলনে অংশ নেবেন। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-র কনক্লেভে মারুতি সুজুকি ইন্ডিয়ার চেয়ারম্যান আর. সি ভার্গব সংস্থার ভবিষ্যৎ ও দেশের অটো সেক্টর নিয়ে কথা বলবেন। কোম্পানির পোর্টফোলিও পরিবর্তন করার কৌশল থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভারতের অটো সেক্টরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। তাঁর সঙ্গে আলোচনায় অংশ নেবেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের সিইও অনীশ শাহ।

আর. সি ভার্গব-

মারুতি সুজুকির বর্তমান চেয়ারম্যান এবং প্রাক্তন সিইও আর. সি ভার্গব। তাঁর নেতৃত্বে মারুতি সুজুকি নতুন উচ্চতায় পৌঁছেছে। ভার্গব প্রায় ২৫ বছর ধরে প্রশাসনিক পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন। মারুতি সুজুকি সংস্থাতেও সবচেয়ে বেশি সময় ধরে শীর্ষ পদে রয়েছেন তিনি। ৯০ বছর বয়সেও তাঁর উৎসাহ দেখার মতো। প্রথমে দুন স্কুল, এরপর এলাহাবাদ বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুসেটের উইলিয়াম কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ সম্মেলনের ‘সাসটেইনিং দ্য মোমেন্ট অ্যান্ড দ্য মোমেন্টাম’ বিষয়ক সেশনে বক্তব্য রাখবেন তিনি।

অনীশ শাহ-

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা দেশের অন্যতম বড় অটো কোম্পানি। এই সংস্থার গ্রুপ সিইও ও ম্যানেজিং ডিরেক্টর অনিশ শাহও হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-তে অংশ নেবেন। অটো সেক্টরে ক্রমবর্ধমান চাহিদা, মাহিন্দ্রা সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বৈদ্যুতিন গাড়ির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন তিনি।

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সংস্থায় যোগ দেওয়ার আগে, অনীশ শাহ জিই ক্যাপিটাল ইন্ডিয়ার সিইও ছিলেন। ব্যাঙ্ক অফ আমেরিকা, মুম্বাইয়ের সিটিব্যাঙ্ক এবং বোস্টনের বেইন অ্যান্ড কোম্পানিতেও কাজ করেছেন তিনি।