Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মধ্যমণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, WITT-র দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন আর কারা?

What India Thinks Today: তিন দিনের এই সম্মেলনে উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই কনক্লেভের থিম- ইন্ডিয়া: পয়েজড ফর দ্য নেক্সট বিগ লিপ। ২৫ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান ও নক্ষত্র সম্মানের পর, ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে নিউজ৯ গ্লোবাল সামিট।

মধ্যমণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, WITT-র দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন আর কারা?
Image Credit source: TV9 Network
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2024 | 7:07 AM

নয়া দিল্লি: দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভের। এটি কনক্লেভের দ্বিতীয় সংস্করণ। ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি অবধি অনুষ্ঠিত এই কনক্লেভ অনুষ্ঠিত হবে নয়া দিল্লিতে। এই কনক্লেভে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি সহ একাধিক শীর্ষ নেতৃত্বরা। এছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অংশ নেবেন এই কনক্লেভে।

তিন দিনের এই সম্মেলনে উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই কনক্লেভের থিম- ইন্ডিয়া: পয়েজড ফর দ্য নেক্সট বিগ লিপ। ২৫ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান ও নক্ষত্র সম্মানের পর, ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে নিউজ৯ গ্লোবাল সামিট।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানসূচি:

সকাল ৯টা থেকে শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। উদ্বোধনী বক্তব্য রাখবেন TV9 নেটওয়ার্কের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর বরুণ দাস।

সকাল ৯টা ১০ মিনিট থেকে শুরু হবে গ্লোবাল কি-নোট অ্যাড্রেস। অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

সকাল ৯টা ৫০ মিনিটে  শুরু হবে “নট অ্যান এরা অব ওয়ার: ইন্ডিয়া অ্যাজ গ্লোবাল পিস ক্যাটালিস্ট” শীর্ষক অনুষ্ঠান।

১০ টা ৩৫ মিনিটে শুরু হবে “এআই: দ্য প্রমিস অ্যান্ড পিটফলস” শীর্ষক অনুষ্ঠান।

সকাল ১১টা ১০ মিনিটে “নারীশক্তি: ড্রাইভিং মিশন বিকশিত ভারত” অনুষ্ঠানে  বক্তব্য় রাখবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

১১টা ৪০ মিনিটে “ফিনটেক ৩.০: চ্য়ালেঞ্জস অ্যান্ড অপারচুনিটি” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এসবিআই-র প্রাক্তন চেয়ারম্য়ান তথা ভারতপে-র চেয়ারম্যান রাজনীশ কুমার।

১২টায় শুরু হবে “স্টার্টআপ ইন্ডিয়া: স্কেল আপ অ্যান্ড সাসটেইন” অনুষ্ঠান।

দুপুর ১টা ২০ মিনিটে ফায়ারসাইড চ্যাটে “সিনেমা ফর নিউ ইন্ডিয়া” বিষয়ে কথা বলবেন আয়ুষ্মান খুরানা।

১টা ৫০ মিনিটে “ইনফ্রা, ইনভেস্টমেন্ট অ্যান্ড আইটি” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন অশ্বনী বৈষ্ণব।

দুপুর ২টো ২০ মিনিটে “চার্টিং দ্য গ্রোথ ট্রাজেক্টরি ফর ইন্ডিয়াস এফএমসিজি ইন্ডাস্ট্রি” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জ়াইডাস ওয়েলনেসের সিইও তরুণ অরোরা।

৩টে ২০ মিনিটে অনুষ্ঠিত হবে সেটিং দ্য রেকর্ড স্ট্রেট শীর্ষক অনুষ্ঠান।

বিকেল ৪টেয় ফায়ারসাইড চ্যাটে অংশ নেবেন মারুতি সুজুকির চেয়ারম্যান আরসি ভার্গব।

সাড়ে ৪টেয় ফায়ারসাইড চ্যাটে অংশ নেবেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সিইও-এমডি ডঃ অনীশ শাহ।

বিকেল ৫টায় ফায়ারসাইড চ্যাটে অংশ নেবেন কঙ্গনা রানাউত।

৬টা ১০ মিনিটে ফায়ারসাইড চ্যাটে অংশ নেবেন ডঃ বিবেক লাল।

সন্ধে ৬টা ৩৫ মিনিটে “দ্য রাইজ অব গ্লোবাল সাউথ” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

রাত ৮টায় অনুষ্ঠানের প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য় রাখবেন।